Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুবরাজ-পান্থের ঝড়ো হাফ সেঞ্চুরি, জানালেন বিশ্বকাপের পরিকল্পনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১১:৪৪ AM আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


রবিবার আইপিএলের দ্বিতীয় দিনে রাতের ম্যাচে ২৭ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস দিল্লিকে জেতানোর রাস্থা করে দেন তরুন ব্যাটসম্যান ঋষভ পান্থ। এই ম্যাচের হাফ সেঞ্চুরি করে নিজের প্রত্যাবর্তেনের বার্তা দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান যুবরাজ সিং। এই দুই ব্যাটসই ম্যাচের পর আসন্ন বিশ্বকাপে নিয়ে কথা বলেছেন। 

বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন পান্থ। আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাতে পারলে তাঁর বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা উজ্জ্বল। এ বিষয়ে এই তরুণ বলেছেন, ‘ক্রিকেট কেরিয়ারে আমি প্রতিদিন শেখার চেষ্টা করি। দল জিতলে ভাল লাগে। আমি সবসময় পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। এই ম্যাচে যখন ব্যাট করতে নামি তখন দলের জন্য রান রেট বাড়ানো প্রয়োজন ছিল।’

পান্থের গতকালের ইনিংসের প্রশংসা করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩৫ বলে ৫৩ রান করেন যুবরাজ সিংহ। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে সুযোগ পাবে কি না বলতে পারব না, তবে ঋষভ এই ম্যাচে দারুণ খেলেছে। ও গত মৌসুমেও দারুণ খেলেছিল। টেস্ট ম্যাচেও ও ভাল খেলছে। ২১ বছর বয়সে বিদেশে দু’টি শতরান করে ও নিজের জাত চিনিয়ে দিয়েছে। ওকে ভালভাবে তৈরি করা দরকার। ও ভবিষ্যতে ভারতীয় দলের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারে।’

Bootstrap Image Preview