Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২১ মার্চ থেকে ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১০:৫২ PM আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১০:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ শুরু হবে আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ দেড়মাস ব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলে সবাই একে অন্যের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সেমিফাইনালে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ২ জুন লন্ডনের দ্য ওভালে। আগামী বিশ্বকাপকে সামনে রেখে টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মার্চ (বৃহস্পতিবার) থেকে। সিডব্লিউসি১৯ ওয়েবসাইট থেকে এ টিকিট কেনা যাবে। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, এবারের বিশ্বকাপে টিকেটের চাহিদা ব্যাপক। সব ভেন্যু মিলে আসন সংখ্যা ৮ লাখ। এর বিপরীতে ইতিমধ্যে আবেদন জমা পড়েছে ৩০ লাখ।

যেকোনো বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হলো ভারত-পাকিস্তান। আগামী ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা পাক-ভারত ম্যাচ। যেখানে আসন সংখ্যা মাত্র ২৫ হাজার। আর এই ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ৪ লাখেরও বেশি।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বিষয় আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্ট পরিচালক স্টিভ এলওর্থি জানিয়েছেন, পাক-ভারত ম্যাচের টিকেটের চাহিদা ব্যাপক। অপর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, এমনকি ফাইনালের চেয়েও বেশি। স্বাভাবিকভাবেই অসংখ্য ক্রিকেটপ্রেমী হতাশ হবেন।

প্রসঙ্গত, এবারের ক্রিকেটের কাপে মোট ১০টি দেশ অংশগ্রহণ করবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।আর এবারের আসরটি হলো বিশ্বকাপের দ্বাদশ আসর। 

Bootstrap Image Preview