Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গবাদি পশুর কষ্ট দেখে রুবেলের ফেসবুক স্ট্যাটাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৭:০৯ PM আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৭:০৯ PM

bdmorning Image Preview


হয়তো আমরা অনেকেই জানি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কিভাবে গবাদি পশু ট্রাকে করে বাংলাদেশে আনা হয়। অবুলা পশুদের সাথে এতো নিষ্ঠুর,পৈশাচিক অত্যাচার করা হয় যা দেখলে বা শুনলে যে কারো চোখে পানি চলে আসবে। 

গরুগুলো ভারত থেকে ট্রাকে আনার সময় যেন শুয়ে না পড়ে সে জন্য তাদেরকে জাগিয়ে রাখতে চোখের ভেতর মরিচ ভেঙে গুজে দেয়া হয়!

কারণ শুয়ে পড়লে দুটি গরুর জায়গা দখল হবে।ভারতের বর্ডার থেকে দেড়- দুই দিন এভাবে গরুগুলো ট্রাকে দাঁড়িয়ে থাকে। 

অবুলা পশুর সাথে এই অমানবিক অত্যাচারের কথা জানতে পেরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেন।

ফেসবুকে রুবেল গবাদি পশুর ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, কি ভয়াবহ! মানুষ কিভাবে গবাদি পশুদের এরকম পৈশাচিক অত্যাচার করতে পারে!?

বাংলাদেশে যেভাবে গরু পরিবহন করা হয় তা রীতিমত ফৌজদারী অপরাধের পর্যায়ে পড়ে। রুবেলের ফেসবুক আইডিতে শেয়ার করা এই  ছবিগুলো দেখাচ্ছে সেই অপরাধ কতটা ভয়বহ! 

Bootstrap Image Preview