Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা বাফুফের সেই নারী কর্মকর্তা কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৯:৪৪ PM আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে করা মামলায় গ্রেফতার মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠিয়েছে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত।

শনিবার সকালে ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছেন, কিরণকে গ্রেফতারের পর আদালতে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের স্থায়ী কমিটির সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্সের করা মামলায় গ্রেফতার করা হয় কিরণকে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কিরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদান করেন। বক্তব্যটি টেলিভিশন ও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রীড়া পরিবারের পক্ষ থেকে কিরণকে বহিষ্কারের দাবি করে ক্রীড়া পরিবার। ক্রীড়া পরিবারের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্যসচিব ফজলুর রহমান বাবুল, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাদল রায়।

Bootstrap Image Preview