Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচ মিনিট সময় বেশি ব্যায়েই রক্ষা ক্রিকেটারদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১১:৫৯ AM আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ আল নূর জাম্বারে বন্দুকধারীদের হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। অনুশীলনের পর জুমআর নামাজ আদায় করতে ওই মসজিদে যাচ্ছিলেন ক্রিকেটাররা। নির্ধারীত সময়ের পাঁচ মিনিট পরে পৌঁছানোর এ যাত্রায় রক্ষা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার।

পূর্ব নির্ধারীত সূচি অনুযায়ী স্থানীয় সময় বেলা দেড়টায় ক্রাইস্টচার্চের মসজিদ আল নূর জাম্বারে  পৌঁছানোর কথা ছিল তামিম-মুশফিকদের। কিন্তু শনিবারের ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাঁচ-ছয় মিনিট সময় বেশি ব্যয় করে ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা। আর এই পাঁচ মিনিটই যেনো বাঁচিয়ে দিয়েছে পুরো বাংলাদেশ দলকে। 

সংবাদ সম্মেলনে বেশি সময় লেগে যাওয়ায় মসজিদে পৌঁছতে প্রায় ১টা ৪০ মিনিট হয়ে যায়। আর এতেই যেনো বেঁচে যান তামিম, মুশফিক, তাইজুল, মিরাজরা। মসজিদে পৌঁছানোর পর তারা দ্রুত পায়ে মসজিদের দিকে এগাতে থাকেন। এ সময় সেখানকার স্থানীয় এক নারী ক্রিকেটারেদের পথ আটকে মসজিদে হামলার ঘটনার কথা জানান। 

এরপর দ্রুত তারা টিম বাসে করে অনুশীলন মাঠের ড্রেসিংরুমে নিজেদের আবদ্ধ করেছেন। তবে দলের কোচিং স্টাফ এবং দুই তরুণ সদস্য লিটন কুমার দাস ও নাঈম হাসান রয়েছেন টিম হোটেলেই। পরিস্থিতি বুঝে তামিম মুশফিকরাও টিম হোটেলে চলে যান। আপাতত নিরাপদেই আছেন ক্রিকেটাররা। 

উল্লেখ্য, সন্ত্রাসী হামলার ঘটনায় কিউইদের বিপক্ষে তৃতীয় বাতিল ঘোষণা করা হয়েছে।  তবে কবে নাগাদ ক্রিকেটাররা দেশে ফিরবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

Bootstrap Image Preview