Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর জন্য মেসির স্যালুট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১২:৫৯ PM আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মেসি ও রোনালদোর কারিশমা দেখছে ফুটবল বিশ্ব। তাদের অসাধারন পারফরম্যান্সের উপর ভর  করেই দুইটি দলই জায়গা করে নিয়েছে সেরা আটের লড়াইয়ে। 

বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিক করে একাই জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে তুলেছেন ক্রিষ্টিয়ানো রোনালদো। রোনালদোর এমন পারফরম্যান্সে মুগ্ধ করছেন পুরো ফুটবল বিশ্বকে।

অন্যদিকে গেল রাতে মেসির নৈপুন্যে লিঁওকে ৫-১ গোলের বড় ব্যবধানে বার্সেলোনা। এই ম্যাচে দুটি গোল করা ছাড়াও দুটি অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছেন লিওনেল মেসি। 

দলের হয়ে এমন পারফরম্যান্সের জন্য গর্ব করতেই পারেন বার্সা তারকা মেসি। তবে ম্যাচ শেষে তার মুখ দিয়ে প্রশংসা ঝড়ল রোনালদোকে নিয়ে। এলএমটেন বলেছেন, '‌রোনালদো যা খেলেছে তা অভাবনীয়। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে রোনালদোর পারফরম্যান্সকে স্যালুট করতেই হবে। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো সহজ নয়। সেই দলের বিরুদ্ধে তিন গোল করল রোনালদো। জুভেন্টাস এবং রোনালদোর জন্য সত্যিই ম্যাজিকাল নাইট।'‌

লিঁওর বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স নিয়ে মেসির মত, '‌প্রথম থেকেই ম্যাচে আমাদের আধিপত্য ছিল। ২-১ হওয়ার পর একটু চাপ তৈরি হয়েছিল। তারপর ম্যাচটা আমরা ধরে নিয়েছিলাম। ৩-১ হওয়ার পর প্রতিপক্ষ আর ফিরে আসতে পারেনি।'‌

চ্যাম্পিয়ন্স লিগে মেসির দলের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। তবে যে দলই পড়ুক, সেটা কঠিনই হবে মনে করছেন তিনি, ‘প্রতিপক্ষ সবাই কঠিন। অ্যাজেক্সকেই দেখুন (শেষ ষোলোতে যারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে)। তারা দেখিয়েছে তরুণদের নিয়ে তাদের দলটি দুর্দান্ত। তারা কাউকে ভয় করে না। যাদের সামনেই পড়ি, আমাদের জন্য কঠিন হবে। আমাদের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।’

Bootstrap Image Preview