Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ PM আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখিলের মোলভীবাজার এলাকায় আজ শুক্রবার রাত ৮টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ি ও দোকান। এতে অনেক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত গ্যাসের চুলা থেকে ঘটেছে বলে জানা যায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাও সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবী, আগুন লাগার পর স্থানীয়রা পাম্প মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ করে।

এদিকে, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশে একটি পাচঁতলা ভবনে আগুন লাগে। পরে আগুন আশপাশের আরো তিনটি ভবনে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় ১৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষমহয়। এই অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় অর্ধশত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview