Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৫ PM আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


কেন উইলিয়ামসনের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার টড অ্যাস্টল। ইঞ্জুরির কারণে গত বছর আরব আমিরাত সফরসহ ইংল্যান্ড সিরিজের দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সফল অস্ত্রোপচার ও পুর্নবাসন শেষে আবারও দলে ফিরেছেন টড।

দলে তার যোগ দেওয়ার পেছনে রয়েছে দুই কিউই স্পিনার আজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের ইঞ্জুরি।  এছাড়া নিউজিল্যান্ডের ঘোষিত দলে নতুন মুখ উইল ইয়াং। ঘোষিত এই দলে নিয়মিত সাতজন ব্যাটসম্যানের পাশাপাশি রাখা হয়েছে পাঁচজন পেসার। ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দল দুটি।

কিউইদের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও এবাদত হোসেন।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ড, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক) এবং উইল ইয়াং।

Bootstrap Image Preview