Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উল্টো অলিম্পিক কমিটি আইওসি’র নিষেধাজ্ঞায় পড়ল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৯ PM আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


ভারতের নয়াদিল্লিতে শুটিং বিশ্বকাপে দুই পাকিস্তানি শুটারকে ভিসা না দেওয়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তোপের মুখে পড়ল ভারত। শনিবার থেকে শুরু হতে যাওয়া শুটিং বিশ্বকাপে তো বটেই, এমনকি পরবর্তীতেও কোনওরকম আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

আইওসি-র অভিযোগ অলিম্পিক চার্টারে যে শর্তাবলী-তে ভারত সই করেছে তা লঙ্ঘন করা হয়েছে। পুলওয়ামা হামলার পর পাক শ্যুটারদের ভিসা বাতিলের সিদ্ধান্তে অলিম্পিক কমিটির এই নীতি লঙ্ঘন করা হয়েছে। ভারত সরকারের দূর্ভাগ্যজনক সিদ্ধান্তে দুই পাক শ্যুটারের বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছে আইওসি। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় কথাও হয়েছে। কিন্তু, কোনও লাভ হয়নি বলেই দাবি আইওসি-র। সেই কারণে আইওসি-র অনুমোদিত যে কোনও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থেকে ভারতকে ব্রাত্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইওসি-র এক্সিকিউটিভ বডি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আগামী দিনে ভারত সরকার যদি কোনও লিখিত পত্র দাখিল না করে সমস্ত ক্রীড়াবিদদের সুরক্ষা এবং সুষ্ঠু যাতায়াতের অঙ্গীকার করছে ততদিন পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে।

আগামী দিনে অলিম্পিক সংস্থা অনুমোদিত বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা করার লক্ষ্যে দীর্ঘ দিন ধরে পরিকল্পনা করছিল ভারত। ২০২৬ সালে যুব অলিম্পিকস, ২০৩০ সালে এশিয়ান গেমস এবং ২০৩২ সালে অলিম্পিকস করার কথা ভেবেছিল নয়াদিল্লি। অলিম্পিক সংস্থার এই সিদ্ধান্তে নিশ্চিত ভাবেই সেই প্রস্তুতিতে প্রভাব পড়বে।

Bootstrap Image Preview