Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নেটিজেনদের আঙুল দেখিয়ে জবাব দিলেন রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৩ AM আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষেলো পর্বের ম্যাচে স্প্যানিশ জায়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বসে রোনালদোর জুভেন্তাস৷ পোস্ট ম্যাচ কনফারেন্স শেষে মিক্সড জোনে এরপর সাংবাদিকদের তির্যক মন্তব্যের জবাবে হাতের পাঁচ আঙুল দেখিয়ে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো৷

অ্যাটলেটিকোর বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও তেকাঠিতে রাখতে পারেননি রোনালদো৷ সেই সঙ্গে প্রথমার্ধে রোনালদোর একটি দুরন্ত ফ্রি-কিক অ্যাটলেটিকো গোলরক্ষক আটকে দেয়৷ পরের ফিরতি পর্বের ম্যাচে ঘরের মাঠে দারুণ কিছু করে না-দেখাতে পারলে শেষ ষোলো থেকে রোনালদোর দলকে বিদায় নিতে হবে৷ ১৩ মার্চ ফিরতি লেগের ম্যাচের জন্য তাই ক্রিশ্চিয়ানোর দিকেই তাই তাকিয়ে রয়েছে জুভেন্টাস৷

মাদ্রিদ থেকে খালি হাতে ফেরা নিয়ে খোঁচা দিতে এদিন মেজাজ হারান সিআর সেভেন৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে হাতের পাঁচ আঙুল দেখিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজিরকে মনে করিয়ে দেন ক্রিশ্চিয়ানো৷

রনের আঙুল দেখে ইঙ্গিত স্পষ্ট৷ কেরিয়ারের এখনও পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি রয়েছে রোনালদোর৷ প্রথমটা ব্রিটিশ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে৷ আর রোনালদো বাকি চারটি জিতেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে৷

সেই সঙ্গে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদককে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোরও নজির রয়েছে রোনালদোর৷ এরপরই গত মৌসুমে স্পেন থেকে তুরিনে পারি জমান সিআর৷ ইতালির ক্লাব জুভেন্টাসের জার্সিতে ঘরোয়া লিগে দারুণ ছন্দে থাকলেও অ্যাটলেটিকোর কাছে ধাক্কা খাওয়ায় জুভের চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন এখন প্রশ্নের মুখে৷  মিক্সড জোনে সেই কট্টাক্ষ শুনে নিজের পুরনো রেকর্ড মনে করিয়ে বিদ্রুপের জবাব দিলেন পর্তুগিজ তারকা৷

একনজরে রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগ জয়-

2007/08 (Manchester United)
2013/14 (Real Madrid)
2015/16 (Real Madrid)
2016/17 (Real Madrid)
2017/18 (Real Madrid)

Bootstrap Image Preview