Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চেলসিকে ঘরের মাঠেই হারালো ম্যানইউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৯ AM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview


গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে পিএসজির কাছে ২-১ ব্যববধানে হেরেছিল সোলজায়েরের দল ম্যানইউ। তাই ম্যান ইউ খেলোয়াড় থেকে শুরু করে কোচ যে কিছুটা ধাক্কা খেয়েছিলেন সে নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে সেই চাপ কাটিয়ে জয়ে ফিরল ম্যানইউ। নতুন কোচ ওলে গানারের তত্ত্বাবধানে এফএ কাপ জয়ের দিকে আরও একধাপ এগোল তারা। পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।

আওয়ে ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল তারা। গত বছর এই চেলসির কাছেই ফাইনালে হারতে হয়েছিল। ফলে একদিকে থেকে সেই হারের বদলাও নিলেন ম্যানইউ ফুটবলাররা। স্বাগতিকদের ঘরের মাঠেই ২-০ গোলের জয় তুলে নিল তারা। রেডডেভিলসদের হয়ে এ জয়ে একটি করে গোল পেয়েছেন আন্দ্রে হেরেরা ও ফরাসি তারকা পল পগবা।

অ্যাওয়ে ম্যচে অবশ্য চাপ রেখেই শুরু করে ম্যানইউ। প্রথমার্ধেই দুটি গোল আদায় করে নয়ে তারা। যার প্রথমটি ম্যাচের ৩১ মিনিটে বাঁ দিক থেকে পগবার দারুণ ক্রস গোলমুখে পেয়ে কোনাকুনি হেডে ম্যানইউকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার এররেরা।প্রতি আক্রমণে চাপ রাখলেও, গোলের মুখ খুলতে ব্যর্থ হয় চেলসি। 

প্রথমার্ধের শেষদিকে দলের হয়ে ব্যবধান বাড়ান পল পোগবা। ডান দিক থেকে মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে হেডে স্বাগতিকদের জালে বল পাঠান পগবা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পগবার এটি ১৪তম গোল। 

সারা ম্যাচে পজেশনেল ফুটবলে চেলসি এগিয়ে থাকলেও, গোলমুখ শটের দিকে চেলসির চেয়ে অনেকটা এগিয়ে ছিল ম্যানইউ। এই হারের ফলে চেলসি কোচ মারিতজিও সারি যে আরও চাপে পরে গেলেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Bootstrap Image Preview