Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইমরানের ছবি ঢেকে দিল ভারতের মর্যাদাপূর্ণ ক্লাব সিসিআই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৩ PM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


ভারতের মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় (সিসিআই) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে দেওয়া হল। কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার বিকেলে জঙ্গি হানায় ৪৪ জওয়ানদের মৃত্যুর ঘটনার প্রতিবাদেই সিসিআই-এর এ রকম সিদ্ধান্ত।

সিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত সংস্থা। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে তাদের কার্যালয়। যে স্টেডিয়ামে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। গোটা সিসিআই ক্লাবে এবং তার রেস্তরাঁ জুড়ে রয়েছে বিভিন্ন যুগের এবং দেশের কিংবদন্তি ক্রিকেটারদের প্রতিকৃতি। স্বভাবতই রয়েছে বিরানব্বইয়ের বিশ্বকাপজয়ী পাকিস্তানের অধিনায়ক ইমরান খানের ছবিও।

সিসিআই ভবনের একতলার '‌পোরবন্দর অলরাউন্ডার'‌ রেস্তোরাঁর দেওয়ালে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও এখনকার প্রধানমন্ত্রী ইমরান খানের দুটি ছবি ঢেকে দেওয়ার। ইমরানের একক ছবি ছাড়াও পাকিস্তান দলেরও একটি ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেখানে ইমরানও রয়েছেন। শনিবারই ছবি ঢেকে দেওয়ার এ পদক্ষেপ নেওয়া হয়। 

সিসিআইয়ের প্রেসিডেন্ট প্রেমল উদানি বলেন, '‌আমরা একটা স্পোর্টস ক্লাব। নানা দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের ছবি আমাদের ক্লাবের নানা জায়গায় লাগানো রয়েছে। এই মুহূর্তে যা ঘটছে, তার প্রতিবাদ আমরা নিজেদের মতো করে করছি। আপাতত আমরা ছবিগুলো ঢেকে দিয়েছি। হয়তো ছবিগুলো খুলেও নেওয়া হবে। সেটা এখনই বলতে পারছি না।'‌

ব্র‌্যাবোর্ন স্টেডিয়ামে ইমরান ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছেন। ১৯৮৭ সালে একটি ফেস্টিভাল ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন ইমরান। এছাড়া ১৯৮৯ সালে নেহরু কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দলকে জিতিয়েছিলেন। তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ৮-‌২-‌১৩-‌৩। তুলে নিয়েছিলেন অ্যালান বর্ডার, স্টিভ ওয়া, সাইমন ও'‌ডনেলের উইকেট। মাত্র ১৩৯ রানে গুটিয়ে গিয়েছিল বর্ডারের অস্ট্রেলিয়া। সেই কারণেই ব্র‌্যাবোর্নে জায়গা পেয়েছিল ইমরানের ছবি।        

প্রসঙ্গত, পাকিস্তানে ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ ঘটনায় দায় স্বীকার করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, পাকিস্তানে এই জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত হয়েছে ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরেই। 

Bootstrap Image Preview