Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জওয়ানদের মৃত্যুতে কোহলি-টেন্ডুলকারের টুইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১২ AM আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই মোহম্মদের হামলায় শহিদ হয়েছেন ভারতের ৪০ জন সিআরপিএফ সৈনিক/জওয়ান৷ এই ঘটনায় ভারতীয় সাবেক ও বর্তমান ক্রিকেটার নিহতদের পরিবাবরের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

শুক্রবার টুইটারে ভারত অধিনায়ক লিখেছেন, ‘‘পুলওয়ামায় জওয়ানদের উপর হামলার ঘটনা শুনে ব্যথিত। মৃত জওয়ানদের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি। এবং যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করছি।’’

কোহালির মতো ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা শচীন টেন্ডুলকারও তীব্র ভাষায় ওই ঘটনার নিন্দা করেছেন। তিনি টুইট করেছেন, ‘‘কাপুরুষোচিত, বর্বরোচিত এবং অর্থহীন এই আক্রমণ। যে জওয়ানরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যে সমস্ত বীর জওয়ান হাসপাতালে রয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই প্রার্থনা করছি।’’

ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য টুইট করেছেন, ‘‘এই ঘটনাটা শোনার পর মানসিক ভাবে খুব আঘাত পেয়েছি। নিহত বীর সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা, যাঁরা দেশের জন্য প্রাণ দিলেন।’’ হার্দিকের আহ্বান, ‘‘চলুন সকলে মিলে ওই পরিবারগুলিকে অন্ধকার থেকে বার করে আনতে কিছু করি।’’

রোহিত শর্মার টুইট, ‘‘একই সঙ্গে মর্মাহত এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। যে দিনে আমরা সকলে প্রেমের বার্তা দিচ্ছিলাম, সেই সময়ে কিছু কাপুরুষ ছড়িয়ে দিয়ে গেল ঘৃণা। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গোটা দেশ তাঁদের সঙ্গেই রয়েছে।’’

শিখর ধওয়ন টুইট করেছেন, ‘‘আমাদের ৪০ জন জওয়ান সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন। খবরটা পেয়ে খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করি, আমাদের সেনাবাহিনী প্রয়াত জওয়ানদের এ ভাবে প্রাণ হারানোর যোগ্য জবাব দেবে।’’

 

Bootstrap Image Preview