Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলে কিভাবে ঢুকলো সাব্বির, জানেন না পাপন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:০২ PM আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের ব্যাড বয় বলে ক্ষ্যাত সাব্বির রহমান বিপিএল ছাপিয়ে ক্রিকেট পাড়ায় আবারও সরগরম আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন। এবার তাতে জড়ালেন খোদ বিসিবি সভাপতি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক মাস আগেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন সাব্বির। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মন্তব্য করেছেন সাব্বিরকে কীভাবে জাতীয় দলে নেওয়া হয়েছে তা তিনি জানেন না।

আজ সোমবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি এখন পর্যন্ত সিউর না সাব্বিরের ইনক্লুশনের কারণ টা কী। আমি এটা ওদের ওপরই ছেড়ে দিয়েছি। স্কোয়াড সিলেকশনে আমি বেশি জড়িত ছিলাম, কিন্তু গত তিন মাস চার মাস ধরে আমি একবারে আলাদা।’

সাব্বিরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা নিয়ে বিসিবিতে লুকোচুরি খেলা চলছে। নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বুধবার সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিউজিল্যান্ড সিরিজের জন্য সাব্বিরকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। বিসিবির প্রধান নির্বাচক দল ঘোষণা করেন।

ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক মাস আগেই সাব্বিরকসহ ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিন সাব্বিরকে জাতীয় দলে নেওয়ার কারণ ব্যখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন মাশরাফির জোড়াজুরির কারণেই তাকে দলের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে দেই এটা টোটালি আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালোভাবে দাবি জানিয়েছে তাকে (সাব্বিরকে) স্কোয়াডে নেওয়ার জন্য।’

বিসিবির প্রধান নির্বাচক আরও বলেন, ‘ও (মাশরাফি)এমন একটা খেলোয়াড় চাচ্ছে যে ৭/৮ নাম্বারে ব্যাটিং করতে পারবে, ৬/৭ নম্বরে ফাস্ট বোলারদের মোকাবেলা করতে পারবে। ইংল্যান্ডের কন্ডিশন কিন্তু ডিফারেন্ট। বিশ্বকাপের প্ল্যান করে নিউজিল্যান্ড প্ল্যান করেই ওকে দলে নেওয়া হয়েছে। ক্যাপ্টেন যথেষ্ট কনফিডেন্ট আছে ওর ব্যাপারে, আমি হোপফুল যে ও ফিরবে।’

তবে মাশরাফি জানান তিনি জোরাজুরি করেননি। তাকে নেওয়ার জন্য ক্রিকেটীয় যুক্তিতাই দেখানো হয়েছে। মাশরাফি বলেন, ‘সাব্বিরকে বাংলাদেশ দলে জায়গা করে দেয়ার সিদ্ধান্তটি একান্তই নির্বাচকদের। তাকে নেয়ার জন্য অনুরোধ করেছিলাম ঠিক আছে। তবে ওকে দলভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্তটি কোচ ও নির্বাচকদের।’

বিসিবি সভাপতি সাব্বিরের জন্য একটি বার্তাও দিয়ে রেখেছেন। জানিয়ে দিয়েছেন এটাই তার শেষ সুযোগ। বিসিবি সভাপতি বলেন, ‘ সাব্বিরও জানে, সকলেই জানে এটাই তার শেষ সুযোগ। এরপর তার আর থাকার কোনো সুযোগ নেই যদি এরকম কোনো কর্মকাণ্ড করে’।

Bootstrap Image Preview