Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুর স্টেডিয়ামে রেকর্ড দর্শক !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:৪১ PM আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলের ষষ্ঠ আসরের শুরু থেকে দর্শক খরা ছিলো। দেশ বিদেশের বড় বড় তারকা খেলোয়াড় মাঠ থাকলেও গ্যালারিতে ছিলো না কোন দর্শক। প্রথম ৮টি ম্যাচের একটিতেও মিরপুরের কোন গ্যালারি ছিলো না দর্শকে পরিপূর্ণ। মাঠে  দর্শক না আসার জন্য চারিদিকে বেশ সমালোচনাও হচ্ছে। অবশেষে আজ রংপুর রাইডার্স ও ডাকা ডাইনামাইটসের ম্যাচে পরিপূর্ণ হয়েছে গ্যালারি। এমন দর্শক বিপিএলের অন্য আসরেও হয়েছে বলে মনে হয় না। 

২৫ হাজার ধারণ ক্ষমতা সম্পূর্ণ মিরপুরের স্টেডিয়ামের কানায় কানায় দর্শক। গ্যালারির কোথাও কোন ফাঁকা জায়গা নেই। আনন্দে উল্লাসে মুখোরিত বিপিএল। চার-ছক্কার লড়াইয়ে জমে উঠেছে বিপিএল। 

এর আগে মাঠে দর্শক না আসার কারণ হিসাবে চিটাগং ভাইকিংসের ক্যাপ্টেন মুশফিকুর রহিম বলেছিলেন,  ব্যস্ত মানুষদের মাঠে আসার সময় কোথায়। আর সে কারণেই গ্যালারি ফাঁকা। মানুষ কাজ করছে আর মোবাইলে খেলা দেখছে।’ মুশফিকের কথায় অবশ্য যুক্তি আছে। ইতিহাসের ছাত্র। ইতিহাস টেনে কথা বলাতে পছন্দ।  ‘আগে আবাহনী-মোহামেডানের ম্যাচ চলাকালীন সবাই টিভিতে খেলা দেখার সুযোগ ছিল না। তাই সবার মাঠে আসা ছাড়া উপায় ছিল না। সে জন্যই লিগ ম্যাচগুলোতে দশর্ক প্রচুর হত।’

 
তবে তবে মুশফিক আশা করেছিলেন অবশ্যই দর্শক মাঠে আসবে। কারণ বিশ্বের অনেক বড় তারকা স্মিথ-ওয়ার্নাররা বিপিএলে যোগ দিয়েছেন। আর তাদের খেলা টিভিতে দেখে তো মজা নেই। মাঠে বসে দেখাতেই মজা।;

মুশফিকের কথায় যেন ঠিক হলো।  নবম ম্যাচে এক সাথে বিশাল এই  দর্শকের  আগমনে  মাঠে গ্যালারি পরিপূর্ণ।  অনেকেই আবার মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। মাঠের বাহিরে টিকিট না পেয়ে হাজার হাজার দর্শক অপেক্ষা করছে। অনেকেই আবার টিকিট না পেয়ে ক্ষোভ জানাচ্ছেন। রীতিমত টিকিটের জন্য মিছিল শুরু করে দিয়েছেন। দর্শকের এই আগমন দেখে মনে হচ্ছে ৯তম ম্যাচে প্রাণ ফিরে পেয়েছে বিপিএল ।

Bootstrap Image Preview