Bootstrap Image Preview
ঢাকা, ১৬ রবিবার, জুন ২০১৯ | ১ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

লেভান্তের কাছে ২-১ ব্যবধানে হারল বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৩:০৯ PM আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


লা লিগায় অপরাজিত৷ তবে কোপা ডেল রে অভিযানে ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা৷ বৃহস্পতিবার রাতে প্রি-কোয়ার্টারের প্রথম লেগে লেভান্তের কাছে ১-২ গোলে হেরে গেল বার্সা৷

গত মাসে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে লা গিলার ম্যাচে এই লেভান্তেকে ৫-০ ব্যবধানে পরাস্ত করেছে বার্সেলোনা৷ সেই ম্যাচে বার্সার হয়ে গোল করেছিলেন সুয়ারেজ ও পিকে৷ কোপা ডেল রে’র প্রর্থম পর্বের প্রি-কোয়ার্টারে অবশ্য মাঠে নামেননি সেই ম্যাচের তিন গোল স্কোরার৷ বিশেষ করে মেসির মাঠে না থাকাটাই তফাৎ গড়ে দেয় দু’দলের মধ্যে৷

কোপা ডেল রে’র লড়াইয়ে মাঠে নামার আগে বার্সেলোনা ছাড়া লেভান্তে শেষ সাতটি ম্যাচের মধ্যে হেরেছে শুধু রায়ো ভালোকানোর কাছে৷ সুতরাং ঘরের মাঠে বার্সার মুখোমুখি হওয়ার আগে ফর্মে থাকা লেভান্তের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল না৷ হতে পারে দু’দলের মুখোমুখি লড়াইয়ে শেষবার মেসিদের কাছে বিধ্বস্ত হয়েছে তাদের৷ সেদিক থেকে বার্সার বিরুদ্ধে এই ম্যাচে জয় তুলে নিয়ে লেভান্তে একপ্রকার প্রতিশোধ নিল বলা চলে৷ 

অন্যদিকে বার্সা এই ম্যাচে বিশ্রাম দেয় মেসি-সুয়ারেজ সহ প্রথম দলের একাধিক ফুটবলারকে৷ লিগের শেষ ম্যাচে গেটাফের বিরুদ্ধে জয় তুলে নেওয়া প্রথম একাদশ থেকে ন’জনকে সরিয়ে রাখেন বার্সা কোচ ভালভারদে৷ শুধু ভিদাল ও দেম্বেলেকে প্রথম দলে রেখে দেন তিনি৷ শেষমেশ দলে এমন ব্যপক রদবদলের মাশুল দিতে হয় তাদের৷ সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সা শেষ ন’টি ম্যাচে অপরাজিত ছিল৷ সেদিক থেকে দশম ম্যাচে এসে হোঁচট খেতে হল তাদের৷

ম্যাচের ৪ মিনিটের মাথায় কাবাকোর গোলে এগিয়ে যায় লেভান্তে৷ রুবেন রোচিনার পাস থেকে গোল করেন তিনি৷ ১৮ন মিনিটে বোটেংয়ের পাস থেকে গোল করে লেভান্তের ব্যবধান বাড়িয়ে ২-০ করেন মায়োরাল৷ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৮৫ মিনিট) পেনাল্টি থেকে গোল করে বার্সার ব্যবধান কমান ফিলিপ কুটিনহো৷

আগামী ১৮ জানুয়ারি কোপা ডেল রে’র ফিরতি লেগের প্রি-কোয়ার্টারে ঘরের মাঠে পুনরায় লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা৷ সেই ম্যাচে জয় তুলে নিতে না পারলে এবার টুর্নামেন্টের শেষ ষোলোর হার্ডলে আটকে যেতে হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের৷

Bootstrap Image Preview