Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির প্রথম পদক্ষেপ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৭:১৫ PM আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৭:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সকাল থেকেই বাসার সামনে দাঁড়িয়ে ভক্ত আর শুভাকাঙ্ক্ষী ভোটারেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়তে থাকে। বিপুল ভোটে বিজয়ের পর নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘নড়াইল হবে দেশের শ্রেষ্ঠতম বাসযোগ্য স্থান। এজন্য তার প্রথম পদক্ষেপ হবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।’

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি যখন বাসা থেকে বের হয়ে পাশের নির্বাচনী অফিস তাহেরা কনভেনশনে যান, তখন ভোটারসহ সর্বস্তরের মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও খেলাধুলাসহ সন্ত্রাস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবেন বলেও জানান বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে এ অধিনায়ক। মাশরাফি বলেন, ‘নির্বাচনী গণসংযোগের সময় দেখেছি নড়াইলের সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। দায়িত্ব নেওয়ার পর এসব যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে কাজ করতে চাই। কাজের মান যাতে ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’

স্বাস্থ্য ও শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কিছু বলা সম্ভব নয়। তবে বস্তবতার নিরীখে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এসব বিষয়ে দাবি জানাবো।’

ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘নড়াইলের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, আমার খুব ভালো লাগছে, তারা সবাই কষ্ট সকলের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। ব্যক্তিগত সমস্যাগুলো দূরে রেখে, সমষ্টিগত সমস্যাগুলো পূরণ করতে হবে।’ আগামীকাল পহেলা জানুয়ারি ঢাকায় ফিরে বিপিএলের দিকে মনোনিবেশ দেবেন বলেও জানান এই ক্রিকেট তারকা।

মাশরাফি বিন মুর্তজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান পান ৭ হাজার ৮৮৩ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৪৪।

সংবাদ সম্মেলন শেষে নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং নড়াইলের পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মাশরাফি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.সোহরাব হোসেন বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview