Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাঠে নামলেই গ্যালারিতে 'রাজনৈতিক স্লোগান', কি বললেন মাশরাফি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১ PM আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


হয়তো বিষয়টা মাশরাফি খেয়াল করেছে কি না, সেটি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে তাঁর কান পর্যন্ত যে পৌঁছিয়ে সেটি নিশ্চিত ভাবেই বলা যাচ্ছে।
নড়াইল ২-আসন থেকে আওয়ামী লিগের হয়ে  আসন্ন জাতীয় একাদশ নির্বাচন  করছেন টাইগার দলের এই ওয়ানডে অধিনায়ক। সেটা ভালো কথা। কিন্তু মাশরাফি এখন মাঠে নামলেই ভক্তরা রাজনৈতিক স্লোগান দিচ্ছে। 

এইতো চলতি মাসের ছয় তারিখে বিকেএসপির ৩ নম্বর মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ম্যাশ। সেই ম্যাচে বল ও ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি। মাশরাফির এমন পারফম্যানে বিকেএসপির মাঠ ও মাঠের বাহিরে তাঁর রাজনৈতিক স্লোগানে ছিলো মুখোরিত।

আগে যে মাশরাফি মাঠে নামলে ভক্তরা ম্যাশ ,ম্যাশ বলে গলা ফাটাতেন এখন সেই ভক্তরাই এই রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।আজ মিরপুরেও তাঁর ব্যতিক্রম ঘটলো না। নিজের ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলে ফেললেন। স্মরণীয় এই ম্যাচে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ। এরপর পুরুস্কার নিতে আসলে গ্যালারিতে তাঁর রাজনৈতিক স্লোগানে মুখোরিত হয়ে যায়।
কিন্তু এই বিষয়টা কিভাবে দেখছেন মাশরাফি? ম্যাচ শেষে তাঁর কাছে জানতে চাওয়া হয়। গ্যালারিতে বেশ কয়েকদিন  ধরেই আপনাকে নিয়ে একটি রাজনৈতিক স্লোগান হচ্ছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন?

এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন,'আমার দেখার তো কিছু নাই।'

মাশরাফির এমন জবাবই বলে দিচ্ছে তিনি এই সব খুব একটা খেয়াল করেন না। খেলার মাঠে তাঁর লক্ষ্য থাকে প্রতিপক্ষে কিভাবে পরাজিত করা যায়। তাই কে বা কারা কি বললো তা নিয়ে বিন্দু মাত্র মাথা ঘামান না এই ওয়ানডে অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনো দুটি খেলা রয়েছে । এটি দুটি ম্যাচ খেলেই রাজনৈতিক প্রচারণায় নামবেন তিনি।
 

Bootstrap Image Preview