Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন কমিশনে মাশরাফি কত টাকার সম্পদ দেখালেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫৪ PM আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫৪ PM

bdmorning Image Preview


রবিবার ক্রীড়াঙ্গনের তারকা মাশরাফি বিন ‍মুর্তজার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার সময় সঙ্গে মনোনয়সন পাওয়া মাশরাফিকে জমা দিতে হয়েছে বার্ষিক তার আয় বিবরণী। সেখানে মাশরাফি তার বার্ষিক আয় উল্লেখ করা অর্থের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় মাশরাফি তার আয় বিবরণীতে উল্লেখ করেছেন, তিনি বছরে কৃষিখাত থেকে বছরে ৫ লাখ ২০ হাজার, ব্যবসা (এমডি, দি ম্যাশ লি.) থেকে ৭ লাখ ২০ হাজার, চাকরি (ক্রিকেট খেলে) করে ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন।

সম্পত্তির বিবরণীতে তিনি আরো উল্লেখ করেন, তার মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণবাদে) সম্পত্তি রয়েছে। এর মধ্যে তার হাতে রয়েছে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা রয়েছে। তিন ব্যাংকে রয়েছে ৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫১ টাকা। এ ছাড়া তার একটি কার, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে যেগুলোর মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে যার মূল্য ৮ লাখ ২৪ হাজার টাকা, ৪ কোটি ৩০ লাখ টাকা মূল্যের দালান রয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড কৃত হলফনামায় তার স্থাবর আর সম্পত্তিগুলো দেখা যায়নি। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মাশরাফি। নড়াইল সদরের ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নড়াইল-২ আসন গঠিত।এখানে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ১৫৮। 

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পাওয়া ব্যক্তিরা নিজ নিজ এলাকায় ১০ ডিসেম্বর থেকে প্রচার প্রচারণার কাজ চালাতে পারবে।তবে ৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ায় ঢাকাতেই থাকতে হচ্ছে মাশরাফিকে।সিরিজের শেষ দুই ওয়ানডে ম্যাচ দুটি ১১ ও ১৪ ডিসেম্বর অনুষ্টিত হওয়ার পরই তিনি তার এলাকায় ফিরে প্রচার প্রচারণার কাজ শুরু করবেন।

Bootstrap Image Preview