Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে টিকিট যেন ‘সোনার হরিণ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০১:৫৬ PM আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০১:৫৬ PM

bdmorning Image Preview


ছবিতে মানুষের এই জনস্রত দেখে অবাক হয়ার কিছু নেই। এই রোদের মধ্যে ঘাম ঝরিয়ে কষ্ঠ করে যারা লম্বা লাইনে  দাঁড়িয়ে আছেন   তারা হলেন টাইগার ক্রিকেটপ্রেমী। জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ ঢাকা ঘুরে এবার চট্টগ্রামে তাই ক্রিকেটপ্রেমীদের মাঝে আনন্দ উত্তেজনা বিরাজ করছে।

সকাল থেকে এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে সব শ্রেনীর মানুষ একটি টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন। নিয়ম অনুযায়ী এক জন একটি করে টিকিট কিনতে পারবেন। কিন্তু এই নিয়মে সন্তুষ্ঠ নয় দর্শকরা।  জন প্রতি দুইটা টিকিটের জন্য অনেকেই আবার স্লোগানও করতে থাকে।

অনেকেই আবার টিকিট না পেয়ে হতাশ। এমন কিছু দর্শকদের সাথে কথা বলে জানা গেল টিকিট নাকি শেষ হয়ে গিয়েছে । যে টিকিট আছে তার দাম তাদের সাধ্যের বাহিরে। তাই টিকিটের জন্য  এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারের উফচে পড়া ভিড়।

এমন চিত্র দেখা গেলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিট কাউন্টারেও। অবশ্য এখানে আবার মেয়েদের লাইনটা একটু দীর্ঘ। সবার একটাই চাওয়া একটি টিকিট। অনেকেই আবার যাকে তাকে জড়িয়ে ধরে বলছেন ভাই একটা টিকিট দেন।টিকিটের জন্য এমন হাহা কার সত্যিই অবাক করার মত। তবে টিকিট ছাড়াও এখান কার দর্শকদের একটু মন খারাপ কারণ তাদের ঘরের ছেলে তামিম ইকবাল ইনজুরির কারনে খেলতে পারছেন না।

আগামীকাল সিরিজ জয় নিশ্চিত করতে মাঠেও নামবে টাইগার। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

 

 

 

 

 

               

Bootstrap Image Preview