Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুষারকে নিয়ে পাপনের আশার বাণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১২:৫১ PM আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১২:৫১ PM

bdmorning Image Preview


দীর্ঘদিন ধরেই ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তুষার ইমরান। চলতি ন্যাশনাল ক্রিকেট লিগের তিন রাউন্ডেই যেমন হাঁকিয়েছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি। সমর্থকদের মন জয় করলেও কোনো এক অজানা কারনেই নির্বাচকদের মন জয় করতে পারছেনা তিনি।তাই দেশের ক্রিকেট মহলেও তুষারের জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে চলছে নানা গুঞ্জন। এবার সেই গুঞ্জনে কিছূটা আশার বাণী শোনালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ শেষে তুষারকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, তুষার ইমরান টেস্ট স্কোয়াডের জন্য বিবেচনায় আছেন। তবে তাঁকে মূল একাদশে খেলানো হবে কিনা এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। পাপন বলেন, তুষার দীর্ঘদিন ধরে ঘরোয়া ম্যাচ গুলোতে চমৎকার ব্যাট করছে, তবে সে হয়তো বড়জোর দু’এক বছর খেলতে পারবে, সেদিক থেকে বিবেচনা করলে জায়গায় একই গতিতে পারফর্ম করা একজন তরুণ ক্রিকেটার জাতীয় দলে খেলার অগ্রাধিকার পাবে।

সাকিব-তামিম টেস্ট স্কোয়াডে না থাকায় তুষার স্কোয়াডে আসতে পারে উল্লেখ করে পাপন বলেন, সাকিব-তামিম যদি ইনজুরিতে না পড়তো তবে তুষারের এ সম্ভাবনাও থাকতো না। তবে তারা দুজনে যেহেতু নেই তাই তুষারকে একটা সুযোগ পেতে পারেন।

সোমবার ঘরের মাঠ খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে তিন অঙ্কের জাদুকরী সংখ্যা ছোঁয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন তুষার। কিন্তু পারেননি ক্যারিয়ারের ৩২তম প্রথম শ্রেণির সেঞ্চুরি ও চলতি লিগের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নিতে। ১২৭ বল থেকে ৭১ রান করেছেন তিনি। 

Bootstrap Image Preview