Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২০২৩ বিশ্বকাপে অংশ নিতে খেলতে হবে বাছাই পর্ব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১০:০২ AM আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১০:০২ AM

bdmorning Image Preview


বিশ্বকাপে অংশগ্রহণ বাছাই প্রক্রিয়ায় নতুন নিয়ম আনতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরের আসরেই নতুন নিয়ম চালু করছে আইসিসি।

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। কিন্তু এই ১০ দল নির্বাচনে আইসিসি এবার নিয়ে এলো নতুন এক নিয়ম।

২০২৩ সালের বিশ্বকাপের জন্য মোট ৩২টি দলের মধ্যে বাছাই হবে। আর এই বাছাই পর্ব হবে ছয়টি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। বিশ্বকাপের এ আসর ভারতে হওয়ার তাদের প্রাথমিক পর্ব না খেলেই বাছাই পর্বে অংশ নিতে পারবে তারা। ৩২টি দলের মধ্য থেকে ১৩টি দল অংশ নেবে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে। এরই মধ্যে এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। এই তেরোটি দল হল- বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস। প্রতিটা দল ২৪টি করে ম্যাচ খেলবে।

২০১৯ সালের জুলাই থেকেই (বিশ্বকাপের পর থেকে) শুরু হয়ে সেই বাছাইপর্ব চলবে ২০২২ সালের মে মাস পর্যন্ত। প্রাথমিক সেই বাছাইপর্বে অংশ নেওয়া ৩২টি দল মোট ৩৭২টি ম্যাচ খেলবে।সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ ৮টি দল সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট।

পয়েন্ট তালিকার এর পরের ৫টি দল পুনরায় বাছাইপর্বে অংশ নেবে। সেখান থেকে শীর্ষ দুটি দল পাবে ভারতের বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট।

Bootstrap Image Preview