Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুই ক্রিকেটারকে ছাড়াই অনুশীলন শুরু মাশরাফিদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই সেশনে সকাল ৯ টা থেকে অনশীলন করছে বাংলাদেশ দল। হেড কোচ কোচ স্টিভ রোডসের অধীনে চলছে ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলন। বোলারদের নিয়ে কাজ করছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালস।

সকাল ৯ টা থেকে স্কিল অনুশীলনের মধ্য দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ।  মিরপুর  মূল স্টেডিয়ামের পাশাপাশি ইনডোর আউটার এবং ইনডোরে স্কিল অনুশীলন করছেন মুশফিক, মাশরাফি, মুস্তাফিজরা।বেলা ১২টা ৩০ পর্যন্ত চলবে স্কিল অনুশীলন। এক ঘন্টার বিরতি দিয়ে ফিল্ডিং এবং জিম সেশন চলবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দলে আজ প্রথম দিন জ্বরের কারণে যোগ অনুশীলনে দিতে পারেননি রুভেল ও মিরাজ। এছাড়া আছেন প্রায় সব সদস্য। শুরুতে হালকা রানিং সেশনে অংশ নেন ক্রিকেটাররা। এরপর স্টিভ রোডসের অধীনে ব্যাটিং অনুশীলনে অংশ নেন ব্যাটসম্যানরা। 

তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামীকাল ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিনটি ওয়ানডে  ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলায়। পরের দুটি ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফ উদ্দিন ও ফজলে মাহমুদ রাব্বি।

Bootstrap Image Preview