Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০১:২৪ PM আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


টি২০ ক্রিকেট মানেই টানটান উত্তেজনা। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত ২০ ওভারের খেলায় কে কাকে কখন টেক্কা দেবে তা কখনই বলা যায় না। তারইসঙ্গে নতুন রেকর্ড। ফের তেমনই এক ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেট রীতিমতো সারা জাগিয়েছে আফঘানিস্তান। আর সেখানেই এখন চলছে আফঘানিস্তান টি২০ প্রিমিয়ার লিগ। সেখানেই রবিবার মুখোমুখি হয়েছিল বালখ লেজেন্ডস এবং কাবুল জ্বায়ানান।

যেখানে সারা ম্যাচে মোট ৩৭ টি ছয় হল। দু'নিংস মিলিয়ে। বালখরা মোট ২৩টি ছয় হাঁকায়। অন্যদিকে কাবুলরা ১৪। ৩৭ টি ছয়ের মধ্যে বালখর এর হয়েিএকাই ১০টি ছক্কা হাঁকান ক্রিস গেইল। এছাড়া এক ওভারে ছয়টি সহ মোট সাতটি ছক্কা মারেন কাবুলের ওপেনিং ব্যাটসম্যান হাজরাতুল্লাহ জাজাই।

এর আগে টি২০-তে সবচেয়ে বেশি ছয় থাকার রেকর্ড ছিল দুটি ম্যাচে। (২০১৬-র সুপার স্ম্যাসের- সেন্ট্রাল ডিসট্রিক্ট এবং ওটাগো ম্যাচে, অন্যদিকে ২০১৮ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের- সেন্ট লুসিয়া এবং ট্রিনবাগোর মধ্যে)। দুটি ম্যাচেই ছয়ের সংখ্যা ছিল ৩৪।

রবিবার রাতের এ ম্যাচে ২০ ওভারে ২৪৪/৬ করে বালখান। জবাবে ২২৩/৭ উইকেটে শেষ হয়ে যায় কাবুলের ইনিংস।

Bootstrap Image Preview