Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেষ মুহূর্তের গোলে জীতল ইতালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১১:৩১ AM আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১১:৩৪ AM

bdmorning Image Preview


উয়েফা নেশনস লিগের ম্যাচে রবিবার পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ইতালি। ম্যাচের শেষ মুহূর্তে ক্রিস্তিয়ানো বিরাগিরে একমাত্র গোলে প্রতিযোগিতায় প্রথম জয় তুলে নিল। এই জয়ের ফলে লিগ-এ’র গ্রুপ-৩ তে দ্বিতীয় অবস্থানে উঠে আসল ইতালি।

রবিবার পোল্যান্ডের সিলেসিয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গোল পোস্ট ইতালির দুর্ভাগ্য হয়ে দেখা দেয়। ম্যাচের শুরুতেই জর্জিনিয়োর একটি বাঁকানো শট গোল পোস্টে বাধা পায়। ৩০ মিনিটের মাথায় ফেদরিকো চিয়েজার শট গোল পোস্টে গিয়ে লাগে। 

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এদিন এগিয়ে ছিল ইতালি। পুরো ম্যাচে তারা ৭০ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। ৩০ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পোল্যান্ড।ইতালি গোল মুখে নেওয়া ১৮টি শটের মধ্যে টার্গেটে শট নেয় পাঁচটি। পোল্যান্ড টার্গেটে শট নিয়েছে তিনটি।

ম্যাচটি যখন ড্র ছাড়া আরা কোনো ফলাফলই কেউ আশা করছিল না তখন সবার ধারণাকে ভুল প্রমাণিত করে ইতালিকে জয় এনে দেন ক্রিস্টিয়ানো বিরাঘি। (৯০+২) মিনিটে ডি-বক্সের মধ্যে তৈরি হওয়া জটলার মধ্য থেকে স্লাইড দিয়ে বল জালে পাঠান তিনি। ইতালি জাতীয় দলের হয়ে বিরাঘির এটি প্রথম গোল। তার এই গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

Bootstrap Image Preview