Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সারা দিনের টুকরো খেলার খবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৮:১৭ PM আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়া থেকে  ৯ দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে আজ বেলা ১২টা নাগাদ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফিরে গণমাধ্যমকে দিয়েছেন স্বস্থির সংবাদ।

উয়েফা নেশনস লিগে বড় জয় পেল নেদারল্যান্ডস। ঘরের মাঠে জার্মানিকে তিন গোলে তারা উড়িয়ে দিয়েছে। এই জয়ে জার্মানির বিপক্ষে ১৬ বছরের জয়ের খরা কাটালো নেদারল্যান্ডস। 

দুই দলের দুই ইনিংসই শূন্য রানে ডিক্লেয়ার। এমন আজব ঘটনা ক্রিকেটে টেস্টে মাত্র একবারই দেখা গিয়েছে। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপেও এমন ঘটেছে একবার। শনিবার নিউজিল্যান্ডে সেন্ট্রাল স্ট্যাগস ও ক্যান্টারবেরির মধ্যে প্রথম শ্রেণির ম্যাচেও এমন ঘটল।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডেও এবার #MeToo-র ছায়া! বিসিসিআই-এর প্রধান নির্বাহীর  রাহুল জহরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। 

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নাকি মাঠে নামার আগে ২০ বার বাথরুমে যান।মেক্সিকোয় একটি টিভি অনুষ্ঠানে মেসিকে এই ভাবে কটাক্ষ করলেন ম্যারাডোনা।

৯ বছর আগে ক্যাথরিন মায়োরগা নামের এক তরুণীকে ধর্ষণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ধর্ষনের  অভিযোগ থেকে বাঁচতে ১০ লাখ ডলার খরচ করেছিলেন এই পর্তুগিজ তারকা। 

পেসার উমেশ যাদবের বিধ্বংসী বোলিং নৈপূণ্যে হায়দারাবাদে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারালো স্বাগতিক ভারত। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো বিরাট কোহলির দল।

আগামী মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদি আরবের জেদ্দায় আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল।

ভারতের মাটিতে টেস্ট ক্রিকেট ইতিহাসে ১শ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। এক বছরে অন্তত ৩০ উইকেট শিকারীর গড়ের তালিকায় এ রেকর্ড গড়েন তিনি। 
 

Bootstrap Image Preview