Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফলো-অনে পড়ে ক্যারিবিয়ানদের হয়ে একাই লড়েছেন পাওয়েল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০২:১০ PM আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০২:১০ PM

bdmorning Image Preview


ভারতের পাহাড়প্রমাণ রানের সামনে মাথা নোয়াল ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ইনিংসে ভারতের ৬৪৯ রানের জবাবে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৮১ রানে৷

ক্যারিয়ানদের দ্বিতীয় ইনিংসেও চাপে পড়েছে তারা। শেষ খবর পাওয়া অবদি তাদের সংগ্রহ ৫ উইকেট ১৪০ রান। ক্যারিয়ানদের হয়ে একা হাতে লড়াই করে যাচ্ছে কিরন পাওয়েল। ৮৫ বল থেকে ৭৭ রানে ব্যাট করছেন তিনি। তাকে ক্রিজে ১ রান নিয়ে সঙ্গ দিচ্ছেন শেষ ডাওরিচ।

এর আগে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ছয় উইকেট((৯৪/৬) পরে যাওয়ার পর ইনিংস গুটিয়ে যাওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা৷ আজ তৃতীয় দিনের প্রথম সেশনেই বাকি চার উইকেট তুলে নিলেন উমেশ-অশ্বিনরা৷

রস্টন চেজ(৭৯বলে ৫৩ রান) ও কিমো পল(৪৭রান) ছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলের কেউই সম্মানজনক রান পাননি৷ ওয়েস্ট ইন্ডিজের লড়াই শেষ মাত্র ৪৮ ওভারে৷ চার উইকেট পকেটে পুড়েছেন অশ্বিন৷ ৪৬৮ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করাল বিরাটরা৷

চোট সারিয়ে দলে ফিরে চার উইকেট তুলে নিলেন অশ্বিন৷ ওভাল টেস্টে চোটের কারণে বিশ্রামে ছিলেন তারকা অফ স্পিনার৷ ভারতীয় পেসারদের মধ্যে দুটি উইকেট পেয়েছেন শামি, একটি উইকেট উমেশের৷ কুলদীপ ও জাদেজা একটি করে উইকেট পেয়েছেন৷

Bootstrap Image Preview