Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় এপিএলে মাঠে নামছে তাসকিনের কান্দাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১১:১২ AM আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১১:১২ AM

bdmorning Image Preview


দুবাইয়ের শারজাতে শ্যক্রবার মাঠে গড়িয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরের অভিষেক ম্যাচ। এ ম্যাচে পাকতিয়া প্যান্থারসকে ৩ উইকেটে হারিয়েছে শুভ সূচনা করেছে কাবুল জয়ানান।

শারজাহতে আগে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ৪০ বলে অপরাজিত ৭৮ ও মোহাম্মদ শাহজাদের ৩৯ বলে ৬৭ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রান করেছিল পাকতিয়া।

জবাবে লরি এভানসের ৩৯ বলে ৭৯ রানের ঝড়ে কাবুল সেটি পেরিয়ে যায় ৩ বল বাকি থাকতেই। ৫ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান ইংলিশ ব্যাটসম্যান।

এদিকে আসেরর দ্বিতীয় দিন আজ মাঠে নামছে তাসকিন আহম্মেদের কান্দাহার নাইটস। তাদের প্রতিপক্ষ নঙ্গরহার লিওপার্ডস।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

কান্দাহার নাইটস দলে খেলার কথা ছিল বাংলাদেশি অন্য দুই ক্রিকেটার সৌম্য সরকার ও ‍মিথুন আলীর। কিন্তু বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি)  না পাওয়ার খেলা হচ্ছে না এ আসর। 

এর ব্যাখ্যায় বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ক’দিন পরেই বাংলাদেশের আসছে জিম্বাবুয়ে দল। এই থেকেই ব্যস্ত সূচী জাতীয় দলের। জিম্বাবুয়ে বাংলাদেশ ছাড়ার আগেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে ওয়েস্টইন্ডিজ।  এসব ভেবে তাদের ছাড়পত্র দিতে চাচ্ছি না।

 

Bootstrap Image Preview