Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক ফিঞ্চ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১৩ AM আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১৩ AM

bdmorning Image Preview


আগামিকাল রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে তাঁর টেস্ট অভিষেক হচ্ছেই, সেটি এর মধ্যেই নিশ্চিত করেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। অজি ডান হাতি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের জন্য দিয়েছেন আরও একটি সুখবর। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য অধিনায়ক হিসেবে তাকে বেছে নিয়ে অস্ট্রেলিয়া নির্বাচকরা।

এর আগেও অস্ট্রেলিয়ার টি২০ দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। কিন্তু ২০১৬ স্টিভ স্মিথ সবকটি ফরম্যাটের দায়িত্বভার গ্রহণ করায় সরে যেতে হয় ফিঞ্চকে। কিন্তু স্যান্ডপেপার গেট কান্ডে স্টিভ স্মিথ আপাতত নির্বাসনে থাকায় ফের টি২০ অধিনায়কত্বের দায়িত্ব বর্তাল ফিঞ্চের উপর।

পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ফিঞ্চের সহকারি হিসেবে দায়িত্ব সামলাবেন অল-রাউন্ডার মিচেল মার্শ এবং উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে। জিম্বাবুয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে ফিঞ্চের অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, ‘পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে অ্যারনের অন্তর্ভুক্তি দলের সকলের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে ও একজন ব্যতিক্রমী ব্যাটসম্যান এবং ধারাবাহিক ভাবে ফর্মে থাকা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম।’

কাঁধের চোট সারিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে অস্ট্রেলিয়া দলে অন্তর্ভুক্তি ঘটছে ক্রিস লিনের। পাকিস্তান-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামি ২৪ অক্টোবর।

Bootstrap Image Preview