Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলির নতুন কীর্তিতে রানের পাহাড়ে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ PM আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং দক্ষতা ফের একবার দেখালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন আরও একটা সেঞ্চুরি করলেন তিনি।

এই শতরানের সঙ্গে কোহলি ভিভিয়ান রিচার্ডস, মহম্মদ ইউসুফ, গ্রেগ চ্যাপেলের সঙ্গে টেস্ট সেঞ্চুরির সংখ্যার নিরিখে একাসনে উঠে এলেন।টেস্টে সেঞ্চুরি সংখ্যায় টপকে গেলেন অস্ট্রেলিয়ার নির্বাসিত ব্যাটসম্যান স্টিভ স্মিথকে। স্মিথের সেঞ্চুরি ২৩ টি, কোহলির ২৪ টি।

১৮৪ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট৷ শেষমেশ ২৩০ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১৩৯ রান করে লুইসের বলে দেবেন্দ্র বিশুর হাতে ধরা পড়েন কোহলি৷

৭২ তম ম্যাচে ৭ বাউন্ডারির সাহায্যে ২৪ তম সেঞ্চুরি এল কোহলির ব্যাট থেকে। ভারতের মাটিতে দ্রুততম ৩০০০ রান সংগ্রহের ক্ষেত্রে চেতেশ্বর পূজারার রেকর্ড স্পর্শ করলেন তিনি।

অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তী স্যর ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে দ্রুক ২৪ সেঞ্চুরি করলেন তিনি। কোহলি ১২৩ ইনিংসে ২৪ তম সেঞ্চুরি করেছেন। ব্র্যাডম্যান মাত্র ৬৬ ইনিংস খেলে সমসংখ্যক সেঞ্চুরি করেন।

এক্ষেত্রে সচিন ১২৫ তম ইনিংসে তাঁর কেরিয়ারের ২৪ তম শতরান করেছিলেন। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি শতরান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেললেন কোহলি।

ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি শতরানের তালিকায় সচিন (৫১), দ্রাবিড় (৪৬) এবং গাওস্কর (৩৪)-এর পরেই রয়েছেন কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে এটি তাঁর ৩০ তম আন্তর্জাতিক সেঞ্চুরি।

টেস্টের দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৬৪৯ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। কোহলি ও পৃথ্বির পর এই ম্যাচে সেঞ্চুরি করেছেন জাদেজা। ক্যারিবিয়ানদের বিপক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন দেবেন্দ্র বিশু।

Bootstrap Image Preview