Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০১:০৫ PM আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০১:০৫ PM

bdmorning Image Preview


আঙুলের ইনজুরির কারণে এশিয়া কাপের মাঝ পথেই সাকিব আল হাসানকে দেশে ফিরে আসতে হয়। দেশে ফেরার একদিনের মাথায় সাকিবকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন থাকার পর আঙুলের অবস্থা কিছুটা উন্নতি হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

সাকিবের হাতের ইনজুরি নিয়ে এখন পরের পদক্ষেপ অস্ত্রপচার। প্রথমে আমেরিকার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় গিয়ে আঙুলের পরবর্তী চিকিৎসা করাবেন সাকিব। 

বিশ্বস্থ সূত্র থেকে যতটুকু জানা গেছে তা হলো, আজ (শুক্রবার) রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের পরিবারের তরফ থেকেও গোপনীয়তা বজায় রাখা হয়েছে তার বিদেশ যাত্রা সম্পর্কে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গ্রেগ হয়ের কাছে পরামর্শ নিতেই যাচ্ছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন সাকিব।সেখানে আঙুলে ইনফেকশনের মাত্রা ও ইনজুরির গভীরতা যাচাই করা হবে। তেমন খারাপ কিছু না হলে আশা করছি,এক মাসের মতো সময় লাগবে ইনজুরি সারতে। এরপর সেখানকার চিকিৎসকরা যদি মনে করেন, অস্ত্রোপচারের দরকার, সে ক্ষেত্রে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব।’

Bootstrap Image Preview