Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাপট দেখিয়ে ফিফটি করলেন ইমরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৩ PM আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview


চলতি এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা।আজকের ম্যাচ হারলেই নিশ্চিত হবে মাশরাফিদের বাড়ি ফেরার টিকিট।তাই নিজেদের টিকিয়ে রাখার জন্য প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪৫ ওভারে   উইকেট হারিয়ে ২০৭ রান।

টানা তিন ম্যাচের শুরুটা ভালো করতে পারলেন না নাজমুল হাসান শান্ত। আস্থা রাখতে পারলেন না নির্বাচকদের। আজও  মাত্র রান করে ক্যাচ আউট হন তিনি।শান্তর বিদায়ের পর উইকেটে আসেন মিথুন। কিন্তু তিনিও ব্যর্থ হন মাত্র রান করে মুজিবের বলে এলবিডব্লিউ আউট হন।

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা।এরপর লিটনকে নিয়ে নতুন করে জুটি গড়ার লক্ষে ব্যাটিং করতে থাকেন মুশফিক।দুই জন মিলে চাপকাটিয়ে ভালোই ছন্দে ব্যাটিং করতে থাকেন।কিন্তু খেলার ১৯ ওভারে মাথায় পাল্টিয়ে যায় ব্যাটিংয়ের চিত্র।

রশিদের বলে ৪১ রান করে ক্যাচ আউট হন লিটন।লিটনের আউটের পরেই ০ রান করে রান আউট হন সাকিব। পরপর এই দুই উইকেটের বিদায়ে কঠিন চাপের মুখে পড়ে বাংলাদেশ।সেই চাপ কাটিয়ে উঠতে না উঠতেই আবার রান আউট হন মুশফিকুর রহিম।মুশফিকের বিদায়ের পর ইমরুলকে নিয়ে হাফ-সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ।মাহমুদউউলাহর ফিফটি করার পর ইমরুল কায়েসও ফিফটি করেন।

আউট হয়েছেনঃ লীতন(৪১), শান্ত(৬), মিথুন(১), মুশফিক(৩৩), সাকিব(০)।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক),মোহাম্মদ মিথুন আলী, নাজমুল ইসলাম অপু, ইমরুল কায়েস, লিটন দাস নাজমুল ইসলাম শান্ত।

মাশরাফি একাদশ থেকে আজ বাদ পড়েছেন রুবেল হোসেন মোসাদ্দেক হোসেন। দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস নাজমুল ইসলাম অপু।

মাশরাফি একাদশঃ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক),মোহাম্মদ মিথুন আলী, নাজমুল ইসলাম অপু, ইমরুল কায়েস, লিটন দাস নাজমুল ইসলাম শান্ত।

Bootstrap Image Preview