Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভক্তদের কাঁদিয়ে দেশে ফিরছেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:২১ PM আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:২১ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে অনুশীলনের সময় আঙুলে চোট পান তামিম ইকবাল। যার জন্য তিন দিন বিশ্রামে ছিলেন। এরপর এশিয়া কাপ খেলতে দুবাই যাওয়ার সময় ভিসা জটিলতায় পড়েন তিনি।অবশেষে শেষ মুহূর্তে দলের সাথে যোগ দেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।শুরু থেকেই একের পর এক বাঁধা। হয়তো ইঙ্গিত দিচ্ছিলো এশিয়া কাপ চাইছে না তামিম খেলুক। ঠিক যেন সেটায় হলো।ভক্তদের কাঁদিয়ে দেশে ফিরছেন।

শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের সময়ে আঙুলে ব্যথা পান তিনি। যার জন্য  অন্তত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আগামীকাল দেশে ফিরছেন দেশসেরা ওপেনার এমনটি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন

ইতোমধ্যে তামিমের দুঃসাহস ব্যাটিং দেখে প্রশংসায় ভেসেছে বিশ্বমিডিয়াখেলা শেষে তামিমের কাছে জানতে চাওয়া হয় এক হাতে ব্যাট করার পেছনে আসল রহস্য কি ছিলো!! এমন কৌতুহল প্রশ্নের উত্তর পরে  তামিম জানান, ‘গ্যালারির চিৎকার আমার মনের সাহস বাড়িয়ে দেয় শেষ উইকেটে মুশফিক সেট হয়ে থাকায় দলের রান আরও বাড়াতে আমি মাঠে নামার সাহস পাই

এশিয়া কাপের এই ১৪তম আসরে আর তামিমকে দেখা যাবে না। না খেলতে পেরে তামিম নিজেও অনেক কষ্ট পাচ্ছেন। কিন্তু কি করার কপালে যে লেখা রয়েছে এক ম্যাচ খেলেই দেশে ফিরে আসতে হবে।এমন ভাবে দেশে ফেরা তামিমভক্তদের অপ্রত্যাশিত চোখে পানি ধরে রাখা কষ্ঠ।

Bootstrap Image Preview