Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিমের জন্য গ্লাভস কে প্রস্তুত করেছিলেন ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩ AM আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩ AM

bdmorning Image Preview


গত শনিবার উইকেটে ২২৯ রানের স্কোরটা ২৬১ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেওয়ার পথে তামিম একটি বল খেললেন সেটিই টাইগার ভক্তদের মুগ্ধ করেছে তামিম ইকবাল বলে রানের অপরাজিত ইনিংস খেলেছেন কিন্তু এত টুকুতেই তামিম এই ইনিংসের মাহত্বটা বোঝানো সম্ভব না বাঁ হাতের কবজিতে চির ধরা অবস্থায় দ্বিতীয় বারের মতো ব্যাটিংয়ে নামারা সিদ্ধান্ত সকলেই অবাক করেছেন কিন্তু এই সিদ্ধান্ত ড্রেসিংরুমে অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল এমনকি তামিমকে নামানোর প্রস্ততি হিসেবে আগেই গ্লাভসও কেটে রাখা হয়েছিল

জানা গেছে অষ্টম উইকেট পড়ার পর সিদ্ধান্ত হয় মুশফিক যদি স্ট্রাইকে থাকে তবে শেষ উইকেটে ব্যাট হাতে মাঠে নামানো হবে তামিমকে। ইনিংসের ৪৭তম ওভারে শেষ বলে মুস্তাফিজুর রহমান আউট হওয়ার শেষ উইকেটে তামিমকে নামানো নিয়ে ড্রেসিংরুমে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়। কারণ এখন ব্যাটিংয়ে গেলেই স্ট্রাইক নিতে হবে। আঘাত পাওয়া কবজি নিয়ে যা কিছুটা বিপদজনক।

কিন্তু এমন সময় বিপদের কথা মাথায় রেখেই ভাঙা হাত নিয়ে এক বল মোকাবেলার করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তামিম। এদিকে তামিমের আবার ব্যাটিং নামার আশঙ্কা থেকে গ্লাভস কেটে তৈরি করে রেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা।কারণ দুই আঙুলে ব্যান্ডেজ থাকায় হাতে গ্লাভস পরাও সম্ভব হচ্ছিল না। তামিমের শেষ সিদ্ধান্তের পর অধিনায়ক নিজে গ্লাভস সেট করে দেন তামিমের হাতে। অধিনায়কের দেওয়া গ্লাভস হাতে দিয়েই নতুন এক গৌরবের ইতিহাস লেখেন তামিম

 

Bootstrap Image Preview