Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয়বার ব্যাটিংয়ের সিদ্ধান্ত ছিল তামিমের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৫ AM আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৫ AM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ওপেনিং ম্যাচেই হাতে চোট পেলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লকমলের বল তার কব্জিতে এসে লাগলে চোট পান বাঁ-হাতি ওপেনার। স্ক্যানের পর কব্জিতে চিড় ধরছে বলে জানা গিয়েছে। অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান।

খেলা চলাকালীন সময়েই জানা যায় এশিয়া কাপের আসর থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। হাতে ব্যান্ডেজ অবস্থায় ড্রেসিংরুমে দেখা যায় তাকে। কিন্তু সবাইকে অবাক করে ১৯ বল বাকি থাকতে ভাঙা হাত নিয়ে ক্রিজে নামেন তামিম। তার এমন সিদ্ধান্ত সকলকেই অবাক করেছে। নিজেরে ক্যারিয়ারের কথা চিন্তা না করেই এক হাত দিয়েই ব্যাট করেন। যা বাংলাদেশের শেষ উইকেটে ৩২ টি গুরুত্বপূর্ণ রান এনে  দেয়।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মাশরাফিকে প্রশ্ন করা হয়, ইনিংসের শেষে তামিমের আবার ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তটা ছিল কার? এমন প্রশ্নে মাশরাফি বলেন, “এই উত্তর তামিমের থেকে আসলে ভালো হবে। আমি কিছু বলি নি, সিদ্ধান্ত তামিমেরই ছিল। সে যদি ব্যাট করতে আসতে না চেত, কিছু বলার ছিল না। কেউ চাপ দেয় নি, সে নেমে গেছে। কৃতিত্ব তাঁর পাওয়া উচিত।”

তামিমের আবারও স্ক্যান করানো হবে বলে জানিয়েছেন মাশরাফি। তবে আশঙ্কা দেখা দিয়েছে-পুরো টুর্নামেন্টে আর তামিমকে পাবে না বাংলাদেশ। দলের সেরা ব্যাটসম্যানের না থাকলে অনেক বড়  ক্ষতি হবে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, “তামিমের আবারও স্ক্যান করানো হবে। আমরা জানি না, কি হবে! একটা ফাটল আছে, দুইদিন পর স্ক্যান হবে। তখন বলা যাবে। যদি আমরা তাঁকে টুর্নামেন্টে আর না পাই, তাহলে অনেক বড় ক্ষতি হবে। তবে আমাদের লাইনআপে আরও কিছু ক্রিকেটার আছে। দেখা যাক…”

Bootstrap Image Preview