Bootstrap Image Preview
ঢাকা, ০১ সোমবার, জুন ২০২০ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ইনজুরি কাটিয়ে দু‘বছর পর ওয়ানডে দলে স্টেইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭ AM আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭ AM

bdmorning Image Preview
ডেল স্টেইন


চোট সারিয়ে প্রায় দু’ বছর পর ওয়ান ডে দলে ফিরলেন ডেল স্টেইন৷ আসন্ন জিম্বাবুয়ে সফরের ওয়ান ডে দলে প্রাক্তন বিশ্বের এক নম্বর পেসারকে দলে ফেরানোর সিদ্ধান্ত প্রোটিয়া নির্বাচকরদের৷ চলতি মাসেই জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা৷

জাতীয় দলের জার্সি স্টেইন শেষবার খেলেছেন দু’ বছর আগে৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সিরিজের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই খেলেছিলেন ডানহাতি প্রোটিয়া পেসার৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে প্রোটিয়া দলে নতুন মুখ ক্রিস্টিয়ান জোনকার৷ এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ-স্পিনার ইমরান তাহির৷ সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন তাহির৷ প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন ফ্যাফ ডু’প্লেসি৷

জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কুইন্টন ডি’কক ও ডেভিড মিলারকে৷ আগামী বছর বিশ্বকাপের কথা ভেবে নতুনদের সুযোগ দিয়ে প্রতিশ্রুতিময় ক্রিকেটারদের নিয়ে একটি পুল তৈরি করতে চান প্রোটিয়া নির্বাচকরা৷ অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য টিনেজার ম্যাথু ব্রিতজকে দলে রেখেছেন নির্বাচকরা৷ চলতি বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে ছিল ম্যাথু৷ তার পর দক্ষিণ আফ্রিকার ইমার্জিং ট্যুর হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল প্রতিশ্রুতিময় এই ক্রিকেটার৷ 

কাঁধের অস্ত্রোপচারের জন্য দীর্ঘদিন মাঠে বাইরে ছিলেন স্টেইন৷ জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে ফিরলেও গোড়ালিতে চোট পেয়ে ফের মাঠের বাইরে চলে যান প্রোটিয়া পেসার৷ শুক্রবার জাতীয় দলে ডাক পেয়ে প্রায় দু’ বছর পর প্রোটিয়া ওয়ান ডে ফিরলেন স্টেইন৷

ওয়ানডে দল :ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, জেপি ডুমিনি, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, ক্রিশ্চিয়ান জোঙ্কার, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মালডার, লুঙ্গি এনগিদি, আন্দেলো ফেলকুয়া, কাগিসো রাবাদা, তাবারেজ শামসি, ডেল স্টেইন, খায়া জন্দো।

টি-টোয়েন্টি দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গিহাহন ক্লোয়েটে, জুনিয়র ডালা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, রবি ফ্রাঙ্কলিন, ইমরান তাহির, ক্রিশ্চিয়ান জোঙ্কার, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ডেন পিটারসন, আন্দেলো ফেহলুখায়ো, তাবারেজ শামসি, রসি ভ্যান ডার ডাসেন।

Bootstrap Image Preview