Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উসেইন বোল্টকে বিশ্বকাপজয়ী কোচের পরামর্শ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৬ AM আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৬ AM

bdmorning Image Preview


ফুটবল মাঠে কোন পজিসনে খেলা উচিত উসেইন বোল্টের? ঠিক করে দিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী কোচ৷

বিদ্যুৎ বোল্টের গতির জন্য অনেকেই বোল্টকে স্ট্রাইকার বা উইঙ্গার হওয়ার পরামর্শ দিয়ে থাকবেন৷ সেই পথে হাঁটছেন না রামোস- ইনিয়েস্তাদের বিশ্বকাপ দেওয়া কোচ৷ বিশ্বের দ্রুততম মানবকে ডিফেন্স লাইনে দেখতে চান  ২০১০ বিশ্বকাপে স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে ডেল বস্কি৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ড-কে গুডবাই জানানোর পর জামাইকান এই স্প্রিন্টারের ফুটবলার হওয়ার স্বপ্ন সবারই জানা৷ অগস্টেই ফুটবল মাঠে অভিষেক হয়েছে বোল্টের৷ অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের হয়ে এক ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠেও নেমেছেন বোল্ট৷ কুড়ি মিনিট ফুটবল মাঠে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে বোল্টকে৷ সেই ম্যাচে মূলত লেফ্ট উইঙ্গার হিসেবেই দেখা গিয়েছিল তাঁকে৷

স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ অবশ্য অন্য কথা বলছেন৷ ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে যাওয়া তিনবারের সোনাজয়ী অলিম্পিয়ানকে ফুল ব্যাক হিসেবে ফুটবল মাঠে দেখতে চান দেল বস্কি৷ ফুটবলার হওয়ার ক্ষেত্রে বোল্টের বয়স খুব একটা বাঁধা হওয়ার কারণ নয় বলেই মত দেল বস্কির৷ ইতিমধ্যেই বোল্টের বয়স ৩২ ছাড়িয়েছে৷ ফলে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বোল্টের ফিটনেস সমস্যায় ফেলতে পারে৷ বোল্ট  নিজে অবশ্য ফুটবল মাঠে অভিষেকের পর আগের চেয়ে তাঁর ফিটনেস অনেক ভাল বলেই মন্তব্য করেছেন৷

শুধু ফুটবল মাঠেই নয়, মাঠের বাইরেও চমক দিচ্ছেন বোল্ট৷ সম্প্রতি জিরো গ্র্যাভিটিতে এক রেসে অংশগ্রহণ করেছেন৷ ভাসমান অবস্থাতেও সেই রেস জিতেছেন বোল্ট৷

Bootstrap Image Preview