Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিডিমর্নিং : ইউসুফ আলী সুমন,  মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৩ AM আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৩ AM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ২-১ গোলে হাতুড় ইউপি ফুটবল একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁন্দাশ ইউপি ফুটবল একাদশ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নু, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আলাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, সদর ইউপি চেয়ারম্যান ও জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ধলু, জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মুনিরুজ্জামান মুনির।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার এ আয়োজন করেছে। সরকারের লক্ষ্য এ ধারার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা তুলে আনা।

তিনি আরও বলেন, খেলাধুলার অভাবে এদেশে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে। বর্তমানে দেশের যুব সমাজের বৃহৎ অংশ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তাই খেলাধুলার চর্চার মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Bootstrap Image Preview