Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৭ AM আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৭ AM

bdmorning Image Preview
ধোনি


ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে ধোনির নাম অনেকটা উপরে থাকবে। তার অধিনায়কত্বেই ২০১১ সালে বিশ্বাপ ঘরে তুলে ভারত।এর জিতেছেন এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ২০১৭-তে আচমকাই ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি।তার আগেই ছেড়েছিলেন টেস্টের অধিনায়কত্ব।  তবে এবার ক্রিকেটের শর্ট ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বললেন কোহলি।

অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে বিরাট কোহালি নাম উল্লেখ করে ধোনির হোম টাউন রাঁচীতে বসে সেই কারণই খোলসা করেছেন ধোনি। তিনি বলেন, ‘‘আমি অধিনায়কত্ব ছেড়েছিলাম কারণ আমি চেয়েছিলাম নতুন অধিনায়ক ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাক। অধিনায়ককে যথেষ্ট সময় না দিলে শক্তিশালী দল তৈরি করা সম্ভব নয়। আমার বিশ্বাস আমি সঠিক সময়েই অধিনায়কত্ব ছেড়েছি।’’

ধোনি টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন ডিসেম্বর ২০১৪তে। তখনই অধিনায়কত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেট থেকে অবসরও নিয়েছিলেন। ২০০৭ টি২০ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি বারত জিতেছে তাঁরই নেতৃত্বে। ভারতীয় ওয়ান ডে দলকে ধোনি ১৯৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।

Bootstrap Image Preview