Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এপিএলের নঙ্গরহার দলে তামিম ও মুশফিকের মূল্য ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৬ AM আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৫ AM

bdmorning Image Preview


আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-২০ অভিষেক আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছিলেন, দুজন বাংলাদেশী ক্রিকেটার, আসরের অন্যতম প্রতিযোগী দল নঙ্গরহার। প্রথমে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিম ইকবালের পর গোল্ড ক্যাটাগরি থেকে মুশফিকুর রহিমকেও দলে টানে ফ্র্যাঞ্জাইজিটি। মুশফিককে দলটি কিনে নিয়েছে সিলভার ক্যাটাগরিতে। 

নঙ্গরহার তামিম ইকবালকে দলে টানতে খরচ করেছে ৭৫ হাজার ডলার। তামিম দলটির দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে ক্রয় করা ক্রিকেটার। দলটি সর্বচ্চো এক লক্ষ ডলার খরচ করেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্ডু রাসেলকে দলে টানতে। 

অন্যদিকে নঙ্গরহার দলে জায়গা পাওয়া মুশফিকের পেছনে তারা ৩০ হাজার মার্কিন ডলার খরচ করেছে। দলটিতে তামিম ও মুমফিক ছাড়াও বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছে আন্ডু রাসেল, সন্দিপ লাচিমাল, মোহাম্মদ হাফিজ, মিচেল ম্যাকক্লেঘান ও বেন কাটিং। 

এপিএলের তামিম ও মুমফিক ছাড়াও নিলামের তালিকায় ছিলেন পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করা মোহাম্মদ আশরাফুল সহ সাব্বির রহমান,  তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, জুনাইদ সিদ্দিক ও সাইফউদ্দিন। কিন্তু তারা আর কেউই দল পায়নি।

আফগানিস্তানের পাঁচ প্রদেশ কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ নামে পাঁচটি দল এপিএলে অভিষেক আসরে অংশ নিচ্ছে।আগামী ৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আসরটি।

Bootstrap Image Preview