Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার্নাব্যুতে রিয়ালের সবচেয়ে বড় পরাজয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৬ AM আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৬ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ।বুধবার রাতে সিএসকেএ মস্কোর কাছে ৩-০ ব্যবধানে হেরেছে তারা।এর আগে মস্কো নিজেদের ঘরের মাঠে রিয়ালকে ১-০ গোলে পরাস্ত করেছিল৷ আগেই নক আউট পর্ব নিশ্চিত করা রিয়ালের এই হারে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রায় থামছে না।

রিয়ালের ঘরের মাঠে কোচ স্যান্টিয়াগো সোলারি প্রথম একাদশে একসঙ্গে সাতজন ফুটবলার পরিবর্তনও করেছিলেন৷রিয়ালের পরীক্ষা নিরীক্ষার ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মস্কো৷ ৩৭ মিনিটে সিগার্ডসনের পাস থেকে গোল করেন ফিওদোর শালোভ৷ ৪৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন জর্জি শেনিকোভ৷

দ্বিতীয়ার্ধে রিয়ালের ঘাড়ে আরও একটি গোল চাপিয়ে দেয় মস্কো৷ ৭৩ মিনিটে নিকোলা ভ্লাসিচের পাস থেকে গোল করেন সিগার্ডসন৷ শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, কোনও ইউরোপীয়ান টুর্নামেন্টের ইতিহাসে ঘরের মাঠে এটিই রিয়ালের সব থেকে বড় ব্যবধানে পরাজয়৷

রিয়ালের এই হার শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, কোনো ইউরোপীয়ান টুর্নামেন্টের ইতিহাসে ঘরের মাঠে এটিই রিয়ালের সব থেকে বড় ব্যবধানে পরাজয়।

Bootstrap Image Preview