Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এ কেমন ঝামেলায় বিসিবি !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিং ব্যাটসম্যান নিয়ে এক মধুর সমস্যায় পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। তামিমের সঙ্গী হিসাবে কাকে নির্বাচন করবেন তাঁর জন্য আগামীকাল বসতে হচ্ছে মিটিংয়ে। কে তামিমের সাথে ওপেনিং ব্যাটিং করবেন ? সৌম্য সরকার, ইমরুল কায়েস নাকি লিটন দাস। সেই বিষয় এখনো নিশ্চিত নন স্বয়ং  টিম টাইগারের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক মাত্র প্রস্তুতি ম্যাচের খেলা দেখতে  আজ বিকেএসপিতে এসেছিলেন প্রধান নির্বাচক নান্নু । সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় । ক্যারিবিয়ানদের বিপক্ষে তামিমের সঙ্গী হিসাবে কাকে নির্বাচক করা হয়েছে। এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ''এই বিষয়ে আলোচনা হচ্ছে। এখনও ঠিক করা হয়নি তামিমের সাথে কে ওপেন করবে। এটা আগামীকাল ঠিক করা হবে প্রস্তুতির দিন।'
ওপেনিংয়ে তামিমের ফেরা, লিটন, সৌম্য, ইমরুল ভালো করছে বলে জানিয়ে তিনি আরো বলেন,'এটি দলের জন্য অনেক ভালো একটি সাইন। ব্যাকআপ ক্রিকেটাররাও যথেষ্ট ভালো অবস্থানে আছে। আর একটি প্রতিযোগিতার মধ্যে থাকলে দল সবসময় একটি ভালো অবস্থানে থাকে। অবশ্যই আমি মনে করি যে একটি প্রতিযোগিতা থাকা ভালো। আর যখন যাকে দরকার হবে তখনই খেলানো হবে।' 
ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন তামিম ও সৌম্য। দুই জনই করেছেন সেঞ্চুরি। দুর্দান্ত এই ব্যাটিংয়ে ৫১ রানের জয় পেয়েছে বিসিবি একাদশ। কিন্তু বোলিংয়ে তেমন কিছুই করতে পারেনি । যার ফলে ৩৩১ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। 
তাই বোলিং নিয়ে কতটুকু সন্তোষজনক হয়েছেন সেটাও জানিয়ে দিলেন তিনি, 'বিকেএসপির এই ফ্ল্যাট ট্র্যাকে তো বোলিং সেভাবে বোঝা যায় না। যেহেতু আমরা মিরপুরে খেলবো। সেই হিসেবে সেখানকার পিচের ধারণা করে দল সাজানো হবে যে তিনটি পেসার নাকি স্পিনার খেলবে। এটি আসলে টিম ম্যানেজমেন্টের পার্ট, নির্বাচকদের পার্ট না। একটি আলোচনা হবে। তবে যেটি দলের জন্য ভালো হবে সেটাই করা হবে।'
 

Bootstrap Image Preview