Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, জুলাই ২০১৯ | ৬ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

শেষ ষোলোতে জায়গা করে নিলো বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:০০ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:০০ PM

bdmorning Image Preview


বুধবার রাতে স্প্যানিশ কোপা ডেল রের নেক আউট পর্ব নিশ্চিত করল বার্সা। প্রথম লেগে লিওনেসাকে ১-০ গোলে জয় তুলে রাখা বার্সা ফিরতি লেগে ঘরের মাঠে এবার ৪-১ গোলে জিতেছে। মেসি ও জোরাড পিকের বিশ্রামের ম্যাচে জোড়া গোল করেছেন ডেনিস সুয়ারেজ। একটি করে গোল করেছেন মুনির আল হাদ্দাদি ও ম্যালকম। 

ঘরের মাঠে ক্যাম্প ন্যুতে ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোল ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ১৮ মিনিটে ডি-বক্সে ইভান রাকিতিচের পাস থেকে বল পেয়ে তা প্রতিপক্ষের জালে জড়ান মুনির এল হাদ্দাদি।ম্যাচের ২৬ মিনিটে সুয়ারেজ গোল করে ব্যবধান করেন ২-০।ম্যাচের ৪৩ তম মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন ম্যালকম। তার দারুণ এক হেডে গোল করে ব্যবধান ৩-০ করে বিরতীয়ে যায় বার্সা। 

বিরতী থেকে ফিরে  লিওনেসাক একটি গোল পরিশোধ করেন। ম্যাচের ৫৪ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ুসেপ সেনে।ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সে বল পেয়ে ডান পায়ের শটে জোড়া গোল পূর্ণ করেন সূয়ারেজ। এ সময় বার্সার সঙ্গে লিওনেসাকে গোল ব্যবধান দাঁড়ায় ৪-১। শেষ পর্যন্ত এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

Bootstrap Image Preview