Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকাকে মোকাবেলা করতে সিরিয়া যুদ্ধে রাশিয়ার জঙ্গিবিমান ব্যবহার

বিডিমর্নিং : আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০১:১৬ PM আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview


সিরিয়া যুদ্ধে রাশিয়া সর্বাধুনিক জঙ্গিবিমান সুখোই-৫৭ ব্যবহারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া এ বিমানের যুদ্ধ-সক্ষমতা পরীক্ষা করেছে।

আমেরিকা যে স্টিলথ এফ-২২ র‍্যাপ্টর জঙ্গিবিমান তৈরি করেছে তা মোকাবেলার জন্য রাশিয়া সুখোই এসইউ-৫৭ বিমান তৈরি করেছে। আশা করা হচ্ছে- ২০১৯ সালে এ বিমান রুশ বাহিনীতে নিয়মিত যুদ্ধবিমান হিসেবে যুক্ত হবে।

ইহুদিবাদী ইসরাইল বলেছিল, তাদের স্যাটেলাইটের মাধ্যমে অন্তত দুটি এসইউ-৫৭ বিমান শণাক্ত করা সম্ভব হয়েছে। গত ৯ মে রাশিয়ার রাজধানী মস্কোয় যে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল তাতে এসইউ-৫৭ বিমান অংশ নিয়েছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় এ বিমান অন্তত ১০ বার উড়েছে এবং সফলতার সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা শেষ করেছে। রুশ মন্ত্রণালয় যে ভিডিও প্রকাশ করেছে তাতে বিমানের ওঠানামা ও আকশে ওড়ার দৃশ্য দেখা গেছে। রুশ মন্ত্রণালয় বলছে, এসইউ-৫৭ বিমান ওড়ানোর মধ্যদিয়ে যুদ্ধক্ষেত্রের প্রকৃত অবস্থা যাচাই করা হয়েছে।

Bootstrap Image Preview