Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্টারনেট না থাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার ব্যহত

বিডিমর্নিং : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০১:০৯ PM আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০১:১০ PM

bdmorning Image Preview


বিএনপি চেয়ারপাসন বেগম খালেদার রাজনৈতিক কাযালয়ে চলচে তূতীয় দিনের মতো মনোনয়ন প্রত্যসীদের সাক্ষাতকার কাযক্রম। গুলশান এলাকায় ইন্টারনেট না থাকায়। এতে সাক্ষাতকারে ভিডিও কনফারেন্সে অংশ নিতে পারছেন না তারেক রহমান।

আজ মঙ্গলভার ১০টার দিকে দিকে ফেনী-১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া

উইংয়ের কমকতা জানান, ইন্টারনেটে কোনো কাজ করা যাচ্ছে না। সংযোগ না থাকায় আমাদের সাক্ষাৎকার কার্যক্রম চালাতে পারছি না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে মনোনয়ন বোর্ডের সদস্যরা ধানের শীষ প্রতীক প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

আজ সকালে চট্টগ্রাম বিভাগের সব আসনের মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয়া হবে। বিকালে নেয়া হবে কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গতকাল বিকাল থেকেই গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ নেই। তাই স্কাইপিতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার পর্বে এখনও পর্যন্ত যুক্ত হতে পারেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে। কাল সকালে ময়মনসিংহ, ফরিদপুর এবং বিকালে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।

১২-১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলীয় মনোনয়ন ফরম বিক্রির হিসাব আনুষ্ঠানিকভাবে জানায় বিএনপি। দলটি সর্বোচ্চসংখ্যক ৪ হাজার ৫৮০ মনোনয়ন ফরম বিক্রি করেছে।

Bootstrap Image Preview