Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে সাকিবের টেস্ট দলে জায়গা পেলেন সাদমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:০৬ PM আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদ স্কোয়াডে জায়গা পেয়েছেন সাদমান ইসলাম।ধারবাহিক পারফম্যান্সের জন্যই এই পুরুস্কার পেয়েছেন তিনি।

দেশে বয়স ভিত্তিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে সাদমানের যে বিরাট ডাক নাম আছে সেটা নতুন কিছু।অনূর্ধ্ব-১৩ থেকে শুরু করে বয়স ভিত্তিক সকল ধরনের খেলা করেছেন এই ব্যাটসম্যান।২০১৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ৪১৬ রান করে দলের সেরা পারফম্যান্স করেন।

সেই ধারাবিকতায় ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে একের পর এক দাপট দেখালেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগটা সাদমানের হচ্ছিলো না।কিন্তু তাতে একটুও হতাশ হয়নি।হতাশা কাটিয়ে ধরে রেখেছেন নিজের পারফম্যান।

সর্বশেষ জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে ৬ ম্যাচে ২ সেঞ্চুরি,৩ ফিফটিতে ৬৪৮ রানে আসরের সর্বোচ্চ রান করেছেন। ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের বিপক্ষে সেঞ্চুরি ২টিও বড়-১৮৯ রান এবং ১৫৭ রান। এ বছর প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরি,৬ ফিফটিতে ৫৬.০৪ গড়ে ১১৭১ রানেও থেকেছেন উপেক্ষিত।

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ম্যাচে ১৬৯ বল খেলে ৭৩ রানের ইনিংস খেলেন সাদমান। ১০টি চার ও ১টি ছক্কা হাকিয়ে তিনি এই রান করেন।দুর্দান্ত এই ইনিংস খেলার পর জাতীয় দলের টিকিট পেয়ে যান তিনি।এখন সময়ের অপেক্ষা জাতীয় দলের হয়ে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন সাদমান।

বাংলাদেশ টেস্ট দলঃ সাকিব আল হাসান(অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম,মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান,আরিফুল হক, মোহাম্মদ মিথুন,মুমিনুল হক, খালেদ আহমেদ,নাইম হাসান,সাদমান ইসলাম।

Bootstrap Image Preview