Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হতাশ করলেন শান্ত, রান আউট সাদমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০২:৪০ PM আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM

bdmorning Image Preview


দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচের আজ শেষ দিনে ক্যারিবিয়ানরা ৩০৩ রান ইনিংস ঘোষণা করে বোলিংয়ে নেমেছে। জবাবে ভালোই ব্যাটিং প্রস্তুতি সারলো বাংলাদেশ। সৌম্য সরকার ও সাদমান ইসলাম অর্ধশতক করেন। কিন্তু ওয়েন্ট সিরিজে প্রস্তুতি ম্যাচে আবারো ব্যাট হাতে হতাশ করলেন নাজমুল ইসলাম শান্ত। 

উইন্ডিজ: ৩০৩/৭ ডি

বাংলাদেশ: ১৯১/৩

ক্রিজে আছেন: মিঠুন ১৪ ও জাকির ০

সাদমান রান আউট: আজ ওপেনিংয়ে সৌম্য সঙ্গে ভালো সূচনা করেন সাদমান। লাঞ্চ বিরতী থেকে ফির তুলে নেন অর্ধশতক। তবে দলীয় ১৮৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হলে রান হয়ে ফিরতে হলো তাকে। ১৬৯ বল থেকে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। তিনি ১০টি চার ও ১টি ছক্কা হাকান।

হাতাশ করলেন শান্ত: নিউজিল্যান্ড সফরে প্রথম বারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন শান্ত। দুই ম্যাচ সিরিজের শেষটিতে একাদশে জায়গা পান। কিন্তু দুই ইনিংসে ১৮ ও ১২ রানের ইনিংস খেলেন। এরপর জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় বারের মতো দলে জায়গা পান তিনি। কিন্তু দুই ইনিংসে মাত্র ৫ ও ১৩ রানের ইনিংস খেলেন। ফলাফল ওয়েস্ট সফরের স্কোয়াড থেকে বাদ পড়েন। তবে তাকে সুযোগ দেওয়া হয় ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রস্তুিত ম্যাচে। কিন্তু এখানেও ব্যাট হাত ব্যর্থ হলেন তিনি। আজ তিনি ৪৮ বল থেকে ২১ রানের ইনিংস খেলে কিমার রোচের বলে সরাসরি বোল্ড হয়েছেন তিনি। 

শতকের আশা জাগিয়ে ফিরলেন সৌম্য

লাঞ্চের পর ৪৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন সৌম্য সরকার। এ সময় তিনি প্রথমেই নিজের অর্ধশতকটি তুলে নেন। অর্ধশতকের পর তিনি দ্রুত রান তুলতে শুরু করেন। ক্যারিবিয়ান বোলারদের শাষণ করতে করতে তিনি শতকের আশা জাগিয়ে তোলেন। কিন্তু দলীয় ১২৬ রানে সৌম্যকে থামান ওয়ারিক্যান। তার বলে ক্যাচ আউট হয়ে ফেরার আগে ১০৩ বল থেকে ৭৮ রান করেন তিনি। ১০টি চার ও ৩টি ছক্কার সৌম্য তার ইনিংসটি সাজান।

ব্যাটিংয়ে বাংলাদেশর শুভ সূচনা

ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের জবাবে বাংলাদেশের হয়ে উদ্ধোধনী জুটিতে ব্যাট করতে আসেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার। তারা দুজনে দলকে দেখে শুনে আজ দিনের প্রথম সেশনটা পাড় করল। যেখানে সৌম্য সরকার ৭৪ বল থেকৈ ৪৩ রানের ইনিংস খেলেছেন। তার ব্যাট থেকে আসে ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা। আর অন্য ওপেনার সাদমান খেলেন ৮৩ বল থেকে ৪১ রানের ইনিংস। লাঞ্চ থেকে ফিরে দুই ওপেনারই নিজেদের অর্ধশতক পূরেণর জন্য মাঠে নামবেন।

ক্যারিবিয়ানদের ইনিংসে ঘোষণা:

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আজ সকালে ক্যারিবিয়ানরা ৭ উইকেটে ৩০৩ রান তাদের ইনিংস ঘোষনা করে। উদ্দেশ্য একটাই ব্যাটিংয়ে পর বোলিংয়েও নিজেদের ঝালিয়ে নেওয়া।

ব্র্যাথওয়েট ৬, হোপ ৮৮ (রিটায়ার্ড হার্ট), পাওয়েল ৭২, অ্যামব্রিস ১৭, চেজ ৩৫, হেটমায়ার ২৪, ডওরিচ ২৪, রেমন্ড ১৪*, পল ১৮*; শফিউল ১০-৩-২৩-১, নাঈম ২৬-৩-১০৪-২, রাব্বি ৫-১-১১-১, রুবেল ১০-২-৪০-১, সৌম্য ৫-১-১০-১

Bootstrap Image Preview