Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যারিবিয়ানদের উইকেট খরায় ভুগিয়ে লাঞ্চে সৌম্য-সাদমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১১:২৯ AM আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচের আজ শেষ দিনে ক্যারিবিয়ানরা ৩০৩ রান ইনিংস ঘোষণা করে বোলিংয়ে নেমেছে। জবাবে বাংলাদেশের হয়ে উদ্ধোধনী জুটিতে সাদমান ইসলাম ও সৌম্য সরকার ভালো সূচনা এনে দিয়েছেন। 

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আজ সকালে ক্যারিবিয়ানরা ৭ উইকেটে ৩০৩ রান তাদের ইনিংস ঘোষনা করে। উদ্দেশ্য একটাই ব্যাটিংয়ে পর বোলিংয়েও নিজেদের ঝালিয়ে নেওয়া।

ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের জবাবে বাংলাদেশের হয়ে উদ্ধোধনী জুটিতে ব্যাট করতে আসেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার। তারা দুজনে দলকে দেখে শুনে আজ দিনের প্রথম সেশনটা পাড় করল। যেখানে সৌম্য সরকার ৭৪ বল থেকৈ ৪৩ রানের ইনিংস খেলেছেন। তার ব্যাট থেকে আসে ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা। আর অন্য ওপেনার সাদমান খেলেন ৮৩ বল থেকে ৪১ রানের ইনিংস। লাঞ্চ থেকে ফিরে দুই ওপেনারই নিজেদের অর্ধশতক পূরেণর জন্য মাঠে নামবেন।

বাংলাদেশ: ৮৫/০

উইন্ডিজঃ ৩০৩/৭ ডি

ব্র্যাথওয়েট ৬, হোপ ৮৮ (রিটায়ার্ড হার্ট), পাওয়েল ৭২, অ্যামব্রিস ১৭, চেজ ৩৫, হেটমায়ার ২৪, ডওরিচ ২৪, রেমন্ড ১৪*, পল ১৮*; শফিউল ১০-৩-২৩-১, নাঈম ২৬-৩-১০৪-২, রাব্বি ৫-১-১১-১, রুবেল ১০-২-৪০-১, সৌম্য ৫-১-১০-১

Bootstrap Image Preview