Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, মে ২০১৯ | ১১ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মেসির সঙ্গে পোগবার সাক্ষাৎ কিসের ইঙ্গিত ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১০:৫৪ AM আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১১:০২ AM

bdmorning Image Preview


চলতি মৌসুমে পল পোগবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়া নিয়ে অনেক কথা হয়েছে। ম্যানইউ কোচ জোসে মোরিনহোর সঙ্গে তাঁর বাকবিতণ্ডা নিয়ে। তবে শেষপর্যন্ত তিনি ইংল্যান্ডেই থেকে যান। এমনকী তাঁকে নিতে উদ্যোগী হয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে তার আগেই দু'দলের দুই তারকা ফুটবলারকে কিন্তু পাওয়া গেল একসঙ্গে। অর্থাত্‍ পোগবা এবং মেসিকে।

চলতি সপ্তাহে ছিল আন্তর্জাতিক বিরতি। এরই মাঝে দুবাইয়ের একটি হোটেলে এক সঙ্গে পাওয়া গেল তাঁদের।দু'জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ছবি রীতিমতো ভাইরাল। অনেকে বলেন, পোগবার বার্সায় যাওয়ার এটা প্রথম পদক্ষেপ।

অনেকে আবার বলেন মেসিকে হয়তো ইউনাইটেডে আসতে বলছেন পোগবা। বাকিদের মতে, পোগবা হয়তো বার্সাতে আসতে চাইছেন।

অবশ্য আগামী দিনে কী হয়, তা তো সময়ই বলবে। তবে রিপোর্ট অনুযায়ী, পোগবাকে নিতে গেলে ম্যানইউকে ১০০ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সার।

Bootstrap Image Preview