Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, মে ২০১৯ | ৯ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

রাবাদার এমন বোলিং দেখে হাসছে গোটা ক্রিকেট বিশ্ব (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:১৭ PM আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:১৭ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়া বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু একমাত্র  টি-টোয়েন্টি ম্যাচে এক অদ্ভুদ ডেলিভারি দিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। যা দেখে গোটা ক্রিকেট বিশ্ব এখন হাসছে।

কুইন্সল্যান্ডের কারারা ওভালে ম্যাচ চলছিল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ১০ ওভারে কমিয়ে এনেছিলেন আম্পায়াররা। ম্যাচের নবম ওভারে রাবাদা বোলিং করছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। তখনই মজার ঘটনাটা ঘটে। বল রিলিজ করা আগে ঠিক শেষ মুহূর্তে রাবাদার হাত থেকে ছিটকে যায়। উড়ে গিয়ে বল পড়ে পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের সামনে।

এমন ডেলিভারি দেখে সবাই তো অবাক। মাঠে সবাই একে অপরের দিকে চেয়ে রয়েছেন। এমনকী, রাবাদা নিজেও এমন ঘটনার পর বেশি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। তিনিও বুঝে উঠতে পারছিলেন না, কী করে এমন একখানা ডেলিভারি তার হাত থেকে বের হলো।এরপর কি হলো ভিডিওতেই দেখুন। ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ।

Bootstrap Image Preview